সিলেট থেকে সরাসরি পণ্য রফতানির সুবিধা নিশ্চিত করা হবে: পররাষ্ট্রমন্ত্রী
সিলেট থেকে সরাসরি বিদেশে পণ্য রফতানির প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শুক্রবার (২৬ নভেম্বর) সকালে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন এক্সপোর্ট কার্গো কমপ্লেক্স পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ওসমানী বিমানবন্দর থেকে সরাসরি বিভিন্ন দেশে যাত্রী পরিবহনের পাশাপাশি পণ্য পরিবহনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এর আগে মন্ত্রী এক্সপোর্ট কার্গো কমপ্লেক্সের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং কমপ্লেক্সের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। যথাসময়ে কার্গো কমপ্লেক্সের নির্মাণকাজ সম্পন্নের জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন তিনি।
/এসআইএইচ/এসএ/