শনিবার, ১ মার্চ ২০২৫ | ১৬ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

নব আনন্দে জাগার আহ্বানে ছায়ানটের বৈশাখ আবাহন

রমনার বটমূলে শান্ত ছায়াসুনিবিড় পরিবেশ। বিরাজ করছে ভোরের মুগ্ধতা। তখনও সূর্যকিরণ এসে পৌঁছায়নি। কয়েক স্তরে বিন্যস্ত বিশাল অনুষ্ঠান মঞ্চ। শুভ্র আর সবুজ পোশাক পরিহিত নানা বয়সি ৯০জন শিল্পী প্রস্তুত। ঘড়ির কাটায় ঠিক সোয়া ৬টা। রাগ সংগীতের সুরের মূর্ছনায় শুরু হলো ছায়ানটের বৈশাখ আবাহন। বাংলা নবষর্ষ ১৪২৯ বঙ্গাব্দকে বরণ অনুষ্ঠান।

দুই বছর পর প্রাণ ফিরল রমনার বটমূলে। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণের কারণে ঐতিহ্যবাহী এ অনুষ্ঠান গত দুই বছর অনুষ্ঠিত হয়নি। ১৯৬৭ সালে (১৩৭৪ বঙ্গাব্দে) পাকিস্তানি সাম্প্রদায়িকতার আবহে শুরু হওয়া এ অনুষ্ঠান দেশের বাংলা বর্ষবরণের সবচেয়ে বড় সর্বজনীন অনুষ্ঠানে পরিণত হয়েছে। এর আগে কেবল একবার এ অনুষ্ঠান হতে পারেনি। সেটি ছিল মুক্তিযুদ্ধকালে, বাঙালির স্বাধীনতার সংগ্রামের কালে। ২০০৪ সালে এ অনুষ্ঠানে সাম্প্রদায়িক জঙ্গি হামলার পর দেশের মানুষ আরও বেশি আপন করে নিয়েছে এ অনুষ্ঠানকে।

১৪২৯ বঙ্গাব্দকে বরণ করতে রমনার বটমূলে প্রাণের উচ্ছ্বাসে যোগ দেয় হাজার-হাজার মানুষ। রমনাপার্কের প্রতিটি প্রবেশমুখে কঠোর নিরাপত্তা তল্লাশির পর ঢুকতে দেওয়া হয় দর্শনার্থীদের। অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদসহ বিশিষ্টজনরাও যোগ দেন।

শুরুতেই আলাপ ‘রাগ রামকেলী’ পরিবেশন করে সুরের ইন্দ্রজাল ছড়িয়ে দেন শ্রাবন্তী ধর। এর পরপর পরিবেশন করা হয় রবীন্দ্রনাথের রাগাশ্রয়ী গান ‘মন, জাগা মঙ্গললোকে’, সেতারে আলাপ ‘রাগ অহীর ভৈরব’, নজরুলের রাগাশ্রয়ী ‘অরুণকান্তি কে গো যোগী ভিখারি’ ও আলাপ ‘রাগ টোড়ি’।

‘জাগো জাগো খোলো গো আঁখি’ সুস্মিতা দেবনাথ শুচির কণ্ঠে এ নজরুলসংগীত দিয়ে শুরু হয় ছায়ানটের কণ্ঠ শিল্পীদের পরিবেশনা। কখনো একক, কখনো সম্মিলিত গানে সোয়া দুই ঘণ্টা দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখেন শিল্পীরা। এ ছাড়াও ছিল ভাস্বর বন্দোপাধ্যায় ও ডালিয়া আহমেদের আবৃত্তি।

অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত ‘এ কী সুগন্ধহিল্লোল বহিল’ সত্যম কুমার দেবনাথ, ‘গাও বীণা, বীণা গাও রে’ লাইসা আহমেদ লিসা, ‘বরিষ ধরা-মাঝে শান্তির বারি’ অভয়া দত্ত, ‘কেন বাণী তব নাহি শুনি নাথ হে’ তাহমিদ ওয়াসিফ ঋভু, ‘ক্ষত যত ক্ষতি যত মিছে হতে মিছে’ তানিয়া মান্নান, ‘প্রাণে খুশির তুফান উঠেছে’ এ টি এম জাহাঙ্গীর গেয়ে শোনান।

নজরুলসংগীত ‘আনো আনো অমৃত বারি’ খায়রুল আনাম শাকিল, ‘জাগো অরুণ-ভৈরব জাগো হে’ মাকসুদুর রহমান খান মোহিত, ‘অন্তরে তুমি আছ চিরদিন’ শাহীন সামাদ, ‘আজ সকালে সূর্য ওঠা সফল হল মম’ কানিজ হুসনা আহম্মদী গেয়ে শোনান।

রজনীকান্ত সেনের ‘এত আলো বিশ্বমাঝে’ পরিবেশন করেন সুতপা সাহা। অতুলপ্রসাদ সেনের ‘আপন কাজে অচল হলে’ সেমন্তী মঞ্জুরী ও ‘যদি তোর হৃদযমুনা’ শারমিন সাথী ইসলাম গেয়ে শোনান।

সুমন মজুমদার গাইলেন দ্বিজেন্দ্রলাল রায়ের ‘আজি গাও মহাগীত’। লালন সাঁই-এর ‘মানুষ গুরু নিষ্ঠা যার’ গাইলেন বিমান চন্দ্র বিশ্বাস।

একঝাঁক শিল্পীর সম্মেলক কণ্ঠে গাওয়া হয় নজরুলসংগীত ‘প্রভাত বীণা তব বাজে হে’, ‘ঝড় এসেছে ঝড় এসেছে কাহারা যেন ডাকে’ ও ‘নবীন আশা জাগল যে রে আজ’, রবীন্দ্রসংগীত ‘নূতন প্রাণ দাও, প্রাণসখা’, ‘বিপদে মোরে রক্ষা করো’ ও ‘পারবি না কি যোগ দিতে’, গুরু সদয় দত্তের ‘বাংলাভূমির প্রেমে আমার’ এবং গিরীন চক্রবর্তীর ‘নাও ছাড়িয়া দে, পাল উড়াইয়া দে’ গানগুলো।

এবারে আসরের বড় চমক ছিল অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছায়ানট সভাপতি সংগীতজ্ঞ সনজীদা খাতুনের কণ্ঠে রবীন্দ্রনাথের ‘নব আনন্দে জাগো’ পরিবেশনা। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য হিসেবে এই গানের বাণীকে ধারণ করা হয়। প্রতিবারের আয়োজনে তিনি মূল কথন প্রদান করলেও এবার তিনি গান গাইলেন। আর ছায়ানটের কথন পাঠ করলেন মুক্তিযোদ্ধা-সংগঠক ডা. সারওয়ার আলী। কথনে তিনি হৃদয়ে বাঙালি জাতিসত্তাকে ধারণ করে মানবিক সমাজ গঠনের আহ্বান জানান। আহবান জানান দুঃসময় পেরিয়ে নব আনন্দে জাগ্রত হওয়ার।

সবশেষে শিল্পী-দর্শক-শ্রোতা সবাই একসঙ্গে জাতীয়সংগীত গাওয়ার মধ্য দিয়ে শেষ হয় সুর ও বাণীও সোয়া দুই ঘণ্টার মিলনমেলা।

ছায়ানটের বৈশাখ কথন:
নব আনন্দে জাগো
ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালির প্রাণের উৎসব, নতুন বর্ষবরণ। এই প্রভাতে, সকলে নবজীবনের অঙ্গীকারে নতুন করে আবদ্ধ হোক। বৈশাখ এসেছে, সেই প্রতিশ্রুতি নিয়ে।

“বৈশাখ হে, মৌনী তাপস, কোন্ অতলের বাণী
এমন কোথায় খুঁজে পেলে।
তপ্ত ভালের দীপ্তি ঢাকি মন্থর মেঘখানি
এল গভীর ছায়া ফেলে৷
রুদ্রতপের সিদ্ধি এ কি ওই-যে তোমার বক্ষে দেখি,
ওরই লাগি আসন পাতো হোমহুতাশন জ্বেলে৷
নিঠুর, তুমি তাকিয়েছিলে মৃত্যুক্ষুধার মতো
তোমার রক্তনয়ন মেলে।
ভীষণ, তোমার প্রলয়সাধন প্রাণের বাঁধন যত
যেন হানবে অবহেলে।
হঠাৎ তোমার কণ্ঠে এ যে আশার ভাষা উঠল বেজে,
দিলে তরুণ শ্যামল রূপে করুণ সুধা ঢেলে৷”

হৃদয়ে বাঙালি জাতিসত্তাকে ধারণ করে মানবিক সমাজ গঠনে আমাদের প্রাণিত করে বাংলা নববর্ষ। এই প্রত্যয় অর্জনে অর্ধশতাধিক বছর ধরে সুর ও বাণীর আবহে রমনার বটমূলে আয়োজিত হচ্ছে বাঙালির মিলনমেলা। অতিমারির কারণে গত দুটিবছর আর্থিক ও সামাজিক বিপর্যয় এবং স্বজনহারানোর বেদনা নিয়ে আমরা গৃহবন্দি ছিলাম। দুঃসময় পেরিয়ে এবার নব আনন্দে জাগ্রত হওয়ার আয়োজন।

‘নব আনন্দে জাগো আজি রবিকিরণে
শুভ্র সুন্দর প্রীতি-উজ্জ্বল নির্মল জীবনে।
নব আনন্দে জাগো ....”

সকল লোভ- বিদ্বেষ- অসহিষ্ণুতা কাটিয়ে সকলের জীবনে নুতন বছর মঙ্গল বার্তা বয়ে আনুক, দেশের উন্নয়নে গতি সঞ্চার করুক।

শুভ নববর্ষ

এপি/টিটি/

Header Ad
Header Ad

চাঁদ দেখা গেছে, সৌদি আরবে শনিবার থেকে রোজা শুরু

ছবি: সংগৃহীত

সৌদি আরবে হিজরি ১৪৪৬ সালের রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে দেশটিতে রোজা শুরু হবে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৫৭ মিনিটের দিকে সৌদি আরবের মসজিদভিত্তিক ওয়েবসাইট “ইনসাইড দ্য হারামাইন” চাঁদ দেখতে পাওয়ার খবর নিশ্চিত করে। সৌদিতে চাঁদ দেখার জন্য কয়েকটি পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে। রাজধানী রিয়াদের কাছের সুদাইর ও তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্রে চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়। তবে তুমাইরের আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সেখানে খালি চোখে চাঁদ দেখা সম্ভব হয়নি। তবে সুদাইর কেন্দ্রের আকাশ তুলনামূলক পরিষ্কার থাকায় স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে চাঁদের অনুসন্ধান শুরু হয় এবং ৫টা ৫৭ মিনিটের দিকে চাঁদ দেখার খবর পাওয়া যায়।

এর আগে, সৌদি আরবের সাধারণ মানুষকে খালি চোখে বা দূরবীন দিয়ে চাঁদ দেখার আহ্বান জানানো হয় এবং কেউ চাঁদ দেখতে পেলে নিকটস্থ কোর্টে জানাতে বলা হয়।

এদিকে, বিশ্বে প্রথম রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। এরপর ইন্দোনেশিয়াও একই ঘোষণা দেয়, যদিও প্রতিবেশী ব্রুনাই ও মালয়েশিয়ায় চাঁদ দেখা না যাওয়ায় সেখানে রমজান শুরু হবে ২ মার্চ। এছাড়া ফিলিপাইনও জানিয়েছে, তাদের দেশে আজ চাঁদ দেখা যায়নি।

অন্যদিকে, আফ্রিকার তানজানিয়া ও ইথিওপিয়ায় চাঁদ দেখা গেছে এবং ফ্রান্সও শনিবার থেকে রমজান শুরুর ঘোষণা দিয়েছে।

Header Ad
Header Ad

রমজানে দিনে হোটেল-রেস্টুরেন্ট বন্ধসহ ‘অশ্লীলতা’ বন্ধের আহ্বান জামায়াত আমিরের

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

রমজান মাসে দিনের বেলা হোটেল-রেস্টুরেন্ট বন্ধ রাখা ও সব ধরনের "অশ্লীলতা" বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, রমজান মুসলমানদের জন্য বিশেষ প্রশিক্ষণের মাস। এই মাসে সমাজকে কোরআনের শিক্ষার আলোকে গড়ে তুলতে হবে।

জামায়াত আমির আরও বলেন, পবিত্র মাহে রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসে। এ মাসের শেষ ১০ দিনের মধ্যে রয়েছে পবিত্র লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম। রমজান তাকওয়া, সহনশীলতা ও পারস্পরিক সহানুভূতির মাস। তাই এ মাসে সব ধরনের অন্যায় ও অশ্লীলতা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

Header Ad
Header Ad

চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতায় ইংল্যান্ডের অধিনায়কত্ব ছাড়লেন বাটলার

জস বাটলার। ছবি: সংগৃহীত

সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ড দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন জস বাটলার। চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের ব্যর্থতার পর শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্ত জানান।

বাটলার বলেন, "ইংল্যান্ড অধিনায়কত্বের দায়িত্ব ছাড়ছি। আমার মতে, এটাই সঠিক সিদ্ধান্ত এবং দলের জন্যও ভালো সিদ্ধান্ত। আশা করি, ব্রেন্ডন ম্যাককালামের অধীনে নতুন নেতৃত্ব দলকে সামনে এগিয়ে নেবে।"

টুর্নামেন্টে পরপর দুই ম্যাচ হেরে ইংল্যান্ডের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়। বিশেষ করে, আফগানিস্তানের বিপক্ষে ৮ রানের পরাজয়ের পর বাটলারের নেতৃত্ব নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এর আগে, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপেও প্রথম রাউন্ড থেকে বাদ পড়েছিল ইংল্যান্ড, যা তার অধিনায়কত্বে দলের দ্বিতীয় বড় ব্যর্থতা।

 

জস বাটলার। ছবি: সংগৃহীত

৩৪ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটসম্যান বাটলার ২০২২ সালে ইংল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতান। তবে সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স বিবেচনায় তিনি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এখন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) নতুন অধিনায়ক খুঁজতে কাজ শুরু করবে। সম্ভাব্য নেতৃত্বের তালিকায় রয়েছেন হ্যারি ব্রুক, যিনি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাটলারের ডেপুটি ছিলেন। তবে ইসিবি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

চাঁদ দেখা গেছে, সৌদি আরবে শনিবার থেকে রোজা শুরু
রমজানে দিনে হোটেল-রেস্টুরেন্ট বন্ধসহ ‘অশ্লীলতা’ বন্ধের আহ্বান জামায়াত আমিরের
চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতায় ইংল্যান্ডের অধিনায়কত্ব ছাড়লেন বাটলার
স্বামীকে হত্যার পর বুকে ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে আত্মহত্যা
শিল্পকলার মহাপরিচালক পদ থেকে পদত্যাগের ঘোষণা জামিল আহমেদের
অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ অমিত শাহর
ক্ষমতায় কে যাবে, তা ভারত নয়, নির্ধারণ করবে বাংলাদেশ: হাসনাত
নতুন দলের সঙ্গে আলোচনার দরজা খোলা থাকবে: জামায়াতের সেক্রেটারি
ভারত-পাকিস্তানপন্থীর কোনো ঠাঁই বাংলাদেশে হবে না: নাহিদ ইসলাম
জাতীয় নির্বাচনের গুরুত্ব অন্তর্বর্তী সরকার বুঝতে পারছে না : দুদু
খালেদা জিয়ার মতো সাজলেন কিশোরী, ছবি তুলতে উৎসুক জনতার ভিড়!
ম্যানসিটিতে যোগ দিলেন নতুন মেসি
একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে বলে সতর্ক করেছেন তারেক রহমান
অমর একুশে বইমেলার পর্দা নামছে আজ
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপির দুই নেতা
সরকারি ও আধা-সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা
টাঙ্গাইলে প্রথমবার ‘বই বিনিময়’ সংগ্রহ করা যাচ্ছে প্রিয় লেখকের পছন্দের বই
বর্তমান সংবিধান ফেলে দিয়ে নতুন সংবিধান গ্রহণযোগ্য নয়: ড. কামাল হোসেন
জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ১০টি পদ চূড়ান্ত, থাকছেন যারা
দলে দলে মানিক মিয়া অ্যাভিনিউতে আসছেন ছাত্র-জনতা