বাংলাদেশকে ৮০ লাখ টিকা উপহার জাপান-যুক্তরাজ্যের
বাংলাদেশকে জাপান ও যুক্তরাজ্য ৮০ লাখেরও বেশি অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিয়েছে। দেশ দুটি কোভ্যাক্সের আওতায় এই টিকা দিয়েছে।
বুধবার (১৫ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের কাছে জাপান সরকারের ৪০ লাখ ৮০ হাজার ডোজ এবং যুক্তরাজ্য সরকারের দেওয়া ৪০ লাখ ৫৫ হাজার ডোজ টিকা হস্তান্তর করা হয়।
বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি ও ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন নিজ নিজ দেশের পক্ষে ভ্যাকসিনগুলো হস্তান্তর করেন।
ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ স্লেডেন ইয়েট, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়াসহ দূতাবাস ও হাইকমিশনারের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরইউ/এএন