‘ভারত দূরের কথা চীনও বাংলাদেশের থেকে ভালো নেই’
বাংলাদেশ পৃথিবীর সব চেয়ে ভালো অর্থনীতির ভিত্তিতে দাঁড়িয়ে আছে। এর চেয়ে ভালো পৃথিবীর কোনো দেশ নাই। ভারত তো দূরের কথা চীনও বাংলাদেশ থেকে ভালো নাই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
শনিবার (৯ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নবনির্বাচিত ইউনিট কমিটির পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘৪১ টাকার চাল বা ৫০ টাকার চাল দেড় মাসে এক টাকাও বাড়েনি।’
অর্থনীতিবিদদের উদ্দেশে তিনি বলেন, ‘মিথ্যাচার করে বাংলাদেশকে শ্রীলঙ্কা বানাবেন না। বাংলাদেশকে শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করবেন না। আপনাদের লক্ষ্য উদ্দেশ্য আমরা জানি। এটি ৭৫ সালের বাংলাদেশ নয়। তখন মানুষ বোঝেনি, আমরা বিভ্রান্ত হয়েছিলাম।’
তিনি বলেন, ‘আমরা যখন সরকার গঠন করি মুদ্রাস্ফীতি ছিল ১২ ভাগ বা ১১ ভাগের বেশি। এখন পর্যন্ত এই মহামারির মধ্যেও ৬ শতাংশ। আমাদের গ্রোথ এটা এখনো বেশি। বিদেশে রপ্তানি প্রতি মাসে ৩৫ থেকে ৪০ শতাংশ হারে বাড়ছে। পৃধিবীর কোথাও বাড়ছে না। বাংলাদেশে রপ্তানি বাড়ছে। বাংলাদেশেও কোনোদিন এরকম রপ্তানি বাড়েনি।’
তিনি আরও বলেন, ‘বাজেটের ঘাটতি ৫ ভাগের কাছাকাছি। সব সূচকেই বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ভালো অর্থনীতির ভিত্তিতে দাঁড়িয়ে আছে। এর চেয়ে ভালো পৃথিবীর কোনো দেশ নেই। ভারত তো দূরের কথা, চীনও বাংলাদেশের থেকে ভালো নাই। তারপর কেন পত্রিকায় এ ধরনের রিপোর্ট করা হচ্ছে? কোনো সূচকে বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার তুলনা হতে পারে না।
‘আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৫ বিলিয়ন, যেটা ২০০৬ সালে বিএনপির আমলে ছিল ৬ বিলিয়ন ডলার। তারপর কেন কিছু কিছু মিডয়া, অর্থনীতিবিদ বলছেন বাংলাদেশ কি শ্রীলঙ্কাকার পথে? বাংলাদেশ পৃথিবীর উন্নত সমৃদ্ধ দেশ হওয়ার পথে। সেই দিকেই এগিয়ে যাচ্ছি।
এসএম/এমএমএ/