আমন্ত্রিত অতিথিরা যাবেন সকাল সোয়া ৭টায়
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ সূর্যোদয়ের সময়
মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।
এদিন জাতীয় স্মৃতিসৌধে আমন্ত্রিত অতিথিদের সকাল ৬টার পরিবর্তে সকাল ৭টা ১৫ মিনিটে স্মৃতিসৌধে যাবার অনুরোধ জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় আমন্ত্রিত অতিথিবৃন্দকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে সন্ধ্যায় পাঠানো এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের সময় শুধুমাত্র মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-এর সচিব, ৯ পদাতিক ডিভিশন-এর জিওসি, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার এবং ঢাকা জেলার জেলা প্রশাসক অভ্যর্থনা ও বিদায় জানানোর জন্য উপস্থিত থাকবেন।
এনইএইচবি/এমএমএ/