রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারতের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
ছবি : সংগৃহীত
রোহঙ্গিা সংকট সমাধানে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এ ছাড়া আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান সমস্যাগুলো নিরসনের কথাও বলেছেন তিনি।
বুধবার (১৫ ডিসেম্বর) ভারতের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর সাংবাদকিদরে প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমন এ কথা জানান।
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরয়িার আলম।
ভারতের সঙ্গে গত ৫০ বছররে সুসর্ম্পক রয়ছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা একে অপরকে সহায়তা করেছি ও করছি। আগামী ৫০ বছরও একে অপরকে সহায়তা করে উন্নতির শিখরে পৌঁছাতে চাই।’
বাংলাদশের স্বাধীনতার সুর্বণজয়ন্তী ও দু'দশেরে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর র্পূতি উপলক্ষে বুধবার (১৫ ডিস্মেবর) তিন দিনের সফরে ঢাকা এসেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
আরইউ/এমএমএ/