স্বাস্থ্যসেবায় এএফসি হেলথের সঙ্গে কাজ করবে মনিপাল হসপিটালস
বাংলাদেশের স্বাস্থ্যসেবা উন্নয়নে এএফসি হেলথ লিমিটেডের হাসপাতাল পরিচালনা এবং ব্যবস্থাপনায় যুক্ত হয়েছে ভারতের প্রখ্যাত মনিপাল গ্রুপ। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এএফসি হেলথ লিমিটেড ঢাকার বাইরে বড় শহরগুলোতে কয়েক বছর যাবৎ আস্থার সঙ্গে বিশেষায়িত কার্ডিয়াক কেয়ার চেইন হাসপাতাল পরিচালনা করে আসছে। বর্তমানে খুলনা, চট্টগ্রাম এবং কুমিল্লাতে টারশিয়ারি লেভেল কার্ডিয়াক হাসপাতাল সেবা প্রদান করছে। যশোরের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবায় একটি আউটরিচ সেন্টার অব্যাহতভাবে সেবা দিয়ে যাচ্ছে।
এ ছাড়া বর্তমানে ময়মনসিংহে একটি মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালের নির্মাণ কাজ চলমান এবং চট্টগ্রামে নবায়নের জন্য সীমিত আকারে হাসপাতাল চালু আছে। এএফসি হেলথ লিমিটেড আরও উন্নততর সেবা এবং প্রযুক্তি উন্নয়নের লক্ষ্যে ভারতের প্রখ্যাত মনিপাল হাসপাতাল গ্রুপের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।
বিগত ৩০ বছরের বেশি সময় ধরে ভারতে নিরবচ্ছিন্নভাবে বিশ্বমানের সেবা প্রদান করে আসছে মনিপাল হাসপাতাল। এটি ভারতের দ্বিতীয় বৃহৎ হসপিটাল চেইন যারা ১৫টি শহরে সর্বমোট সাত হাজার ৬০০ বেডের ২৭টি হাসপাতাল পরিচালনা করে। ভারতের এ সব হাসপাতাল পরিচালনার জন্য চার হাজারের বেশি চিকিৎসক এবং ১১ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত রয়েছে।
মনিপালের সঙ্গে চুক্তির ফলে এখন থেকে মনিপাল এবং এএফসি যৌথভাবে কাজ করবে। ফলে ‘মনিপাল এএফসি হসপিটালস’-এ বাংলাদেশে রোগীরা সাশ্রয়ী খরচে আরও উন্নত সেবা পাবে।
সংবাদ সম্মেলনে মনিপাল হেলথ এন্টারপ্রাইজের গ্রুপ সিওও কার্তিক রাজাগোপাল বলেন, ‘বাংলাদেশ নিয়ে বিশেষ পরিকল্পনা এবং অগ্রাধিকার আছে মনিপাল গ্রুপের। এএফসি হেলথের সঙ্গে হাত মিলিয়ে অনেক দূর যাওয়ার পরিকল্পনা আছে আমাদের। ভারতে থাকা আমাদের হাসপাতালের সকল চিকিৎসা পদ্ধতি এখানে অনুসরণ করা হবে। ভারতীয় মানের সেবা নিশ্চিত করা হবে ‘
তিনি আরও নিশ্চিত করেন এই হাসপাতাগুলোর সেবার মানের উৎকর্ষতা বাড়াতে তারা নিয়মিত নতুন নতুন প্রযুক্তি এবং সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি বিনিময় অব্যাহত রাখবেন।
এএফসি গ্রুপের এক্সিকিউটিভ চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. সারোয়ার হোসেন তার বক্তব্যে মনিপাল হসপিটাল গ্রুপকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আশাবাদ ব্যাক্ত করেন যে, ঢাকার বাইরের রোগীরা আরও উন্নতমানের সেবা পাবেন।
তিনি বলেন, ‘আমাদের স্বাস্থ্য খাতের বেশ কিছু সমস্যা রয়ে গেছে। মনিপাল গ্রুপ আমাদের প্রশিক্ষণ ব্যবস্থাপনাসহ অনেক বিষয়ে সহযোগিতা দেবে। আমাদের অনেক রোগী চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছে। দেশে তাদের জন্য সেবা প্রদান ও সেবার মান বৃদ্ধি করে বছরে দুই থেকে তিন মিলিয়ন ডলার সাশ্রয় করা সম্ভব হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনিপাল হসপিটাল গ্রুপের ইন্টারন্যাশনালের হসপিটাল সার্ভিসেস হেড মি. বিকাশতায়ের, এএফসি হেলথের পরিচালনা পর্ষদ, জ্যেষ্ঠ ব্যবস্থাপনা দল, চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এসএম/এএন