ডায়রিয়া আক্রান্তের সংখ্যা কমছে
রাজধানীর মহাখালীতে আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশে (আইসিডিডিআর’বি) হাসপাতালে সকল শ্রেণীর মানুষের ডায়রিয়া আক্রান্তের সংখ্যা কয়েকদিন বাড়লেও বর্তমান তা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন আইসিডিডিআরবির হাসপাতাল কর্তৃপক্ষ।
বুধবার (৬ এপ্রিল) বিকালে ঢাকা প্রকাশকে এসব তথ্য জানিয়েছেন আইসিডিডিআরবি হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা তারিফুল ইসলাম।
তিনি বলেন, দুদিন ধরে শিশুরা ডায়রিয়ায় বেশি আক্রান্ত হলেও আজ থেকে হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রুগীর সংখ্যা স্বাভাবিক রয়েছে।
এদিকে সোমবার (৪ এপ্রিল) ও আজ মঙ্গলবার (৫ এপ্রিল) মহাখালী আইসিডিডিআরবির হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা গেছে ২ দিন ধরে শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হয় বেশি। তবে আজ থেকে তা স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
আইসিডিডিআর’বির হাসপাতাল প্রধান ডা.বাহারুল আলম জানিয়েছেন, আজ বুধবার (৬ এপ্রিল) আমাদের হাসপাতালে রুগীর স্যংখা স্বাভাবিক রয়েছে, বেশি বলা যাচ্ছে না।
আইসিডিডিআরবি বলছে, গেল ১৫ দিনের তথ্য অনুযায়ী, ১৬ মার্চ এক হাজার ৫৭ জন, ১৭ মার্চ ১ হাজার ১৪১ জন, ১৮ মার্চ ১ হাজার ১৭৪ জন, ১৯ মার্চ ১ হাজার ১৩৫ জন, ২০ মার্চ ১ হাজার ১৫৭ জন, ২১ মার্চ ১ হাজার ২১৬ জন, ২২ মার্চ ১ হাজার ২৭২ জন, ২৩ মার্চ ১ হাজার ২৩৩ জন, ২৪ মার্চ ১ হাজার ১৭৬ জন, ২৫ মার্চ ১ হাজার ১৩৮ জন রোগী ভর্তি হয়েছিলেন। এ ছাড়া ২৬ মার্চ ১ হাজার ২৪৫ জন, ২৭ মার্চ ১ হাজার ২৩০ জন, ২৮ মার্চ ১ হাজার ৩৩৪ জন, ২৯ মার্চ ১ হাজার ৩১৭ জন, ৩০ মার্চ ১ হাজার ৩৩১ জন, ৩১ মার্চ ১ হাজার ২৮৫ জন, ১ এপ্রিল ১ হাজার ২৭৪ জন এবং ২ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত ৮৬১ জন রোগী ভর্তি হয়েছিলেন। ৩ এপ্রিল থেকে ডায়রিয়া রুগীর সংখ্যা কমতে থাকে।
আইসিডিডিআরবি ঢাকা হাসপাতালের তথ্য বলছে
১. ২০১৭ সালে প্রতিদিন গড়ে ৮০০ থেকে ৯০০ জন রোগী ভর্তি হয়েছিলেনে।
২. ২০১৮ সালে প্রতিদিন গড়ে এক হাজারের বেশি রোগী ভর্তি হয়েছিলেন।
৩. ২০১৯ সালে প্রতিদিন গড়ে ৮০০ থেকে ৯০০ জন রোগী ভর্তি হয়েছিলেন।
৪. ২০২০ সালে করোনা মহামারিতে প্রতিদিন গড়ে ৪১৬ জন রোগী ভর্তি হয়েছিলেন।
৫. ২০২১ সালে করোনা মহামারিতে প্রতিদিন গড়ে ৫০০ জন রোগী ভর্তি হয়েছিলেন।
৬. ২০২২ সালে প্রতিদিন গড়ে এক হাজার থেকে সর্বোচ্চ ১ হাজার ৩৩১ জন রোগী ভর্তি হয়েছেন। তবে, দু -তিন দিন ধরে রুগীর চাপ কমছে বলে জানিয়েছেন হাসপাতাল কতৃপক্ষ।
কেএম