কাদের শঙ্কামুক্ত, বিশ্রাম দরকার: মেডিক্যাল বোর্ড
শারীরিক অসুস্থতা নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে ও নিয়মিত কিছু চেকআপের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৩১২ নম্বর কেবিনে ভর্তি করা হয় তাকে।
পরে তার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। বোর্ড গঠনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএসএমএমইউ উপাচার্য শরফুদ্দিন আহমেদ।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সম্পর্কে উপাচার্য শরফুদ্দিন আহমেদ বলেন, ‘উনি বেশি পরিশ্রম করেছেন। তাই বিশ্রাম দরকার। তবে তিনি শঙ্কামুক্ত।’
মেডিক্যাল বোর্ড গঠন বিষয়ে তিনি বলেন, ১০ সদস্যের একটি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে তিনি ছাড়াও রয়েছেন আবু নাছের রিজবী, অধ্যাপক ডা. বজলুর রহমান, প্রফেসর আতিকুর রহমান, ফরিদ আহমেদ, মেডিসিনের প্রফেসর আরাফাত ছিলেন, প্রো-ভিসি জাহিদ হাসান, প্রফেসর আতিকুর রহমান, প্রফেসর নজরুল ইসলাম, প্রো ভিসি এ কে এম মোশাররফ হোসেন।
ওবায়দুল কাদের এর সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, কিছু পরীক্ষা করা হয়েছে, আরও কিছু পরীক্ষা শেষে মেডিকেল বোর্ড আলোচনা করে বিস্তারিত জানাবে। হাসপাতালেই থাকতে হবে কি-না এমন প্রশ্নের জবাবে বলেন, ‘কতদিন থাকতে হবে এই বিষয়ে বুধবার সকালে আমরা জানাতে পারব।’
পূর্বের অসুস্থতার কারণে এখন কোন ঝুঁকি আছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এরকম কোন ঝুঁকি আছে বলে আমি মনে করি না। যদি এ ধরনের ঝুঁকি থাকে তবে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।’
২০১৯ সালের মার্চ মাসে অসুস্থ হওয়ার পর থেকে নিয়মিত বিএসএমএমইউতে মেডিক্যাল চেকআপ করেন ওবায়দুল কাদের। আজও উনি চেকআপে এসেছিলেন। এ সময় আমাদের ১০ জনের বিশেষজ্ঞ একটি চিকিৎসক দল তাকে পরীক্ষা-নিরীক্ষা করেন। তারা বলেছেন,উনি বেশি পরিশ্রম করেছেন, তাই বিশ্রাম দরকার।
বর্তমানে তার ক্সিজেন স্যাচুরেশন ৯৯ ও হৃৎস্পন্দন ৭৩। তার মানে সব স্বাভাবিক। বয়সের কারণে তার ডায়াবেটিসসহ উচ্চরক্তচাপ রয়েছে বলেও জানান এই চিকিৎসক।
এসএম/এমএমএ/