মেয়র পদ থেকে জাহাঙ্গীরকে সাময়িক বরখাস্ত
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
মন্ত্রী বলেছেন, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তের স্বার্থে তাকে বরখাস্ত করা হয়েছে। আইন অনুযায়ী কোনো মেয়রের বিরুদ্ধে অভিযোগ এলে সঠিক তদন্তের জন্য তাকে পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
মন্ত্রী বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকালে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ‘গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ মন্ত্রণালয়ে জমা হয়েছে। সেগুলো তদন্তের জন্য গ্রহণ করা হয়েছে।’
জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সুনির্দিষ্ট কি অভিযোগ রয়েছে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিভিন্ন ধরনের বেশ কয়েকটি অভিযোগ আছে। কোথাও অভিযোগ আছে তিনি জায়গা দখল করেছেন। কোথাও জনস্বার্থ পরিপন্থী কাজ করেছেন বলে অভিযোগ আছে। কোথাও অবকাঠামোর ক্ষতিপূরণ না দিয়ে নির্মাণ কাজ করার অভিযোগ আছে। এমন আরও কিছু অভিযোগ তার বিরুদ্ধে আছে।’
এসএম/এএন