শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি
জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ
জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদ বুদ্ধিজীবীদের স্মরণ করছে স্বাধীনতাকামী সকল শ্রেণি পেশার মানুষ। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টার পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে থেকে শ্রদ্ধা জানানোর পর সকল মানুষের জন্য উন্মুক্ত করা হয় স্মৃতিসৌধ। স্বাধীনতার ৫০ বছরে সূর্য সন্তানদের স্মরণ করছে সর্বস্তরের মানুষ।
রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দীন, প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল লতিফ আহমেদ চৌধুরী।
এরপর বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, ড. আব্দুর রাজ্জাক, শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় নেতারা শ্রদ্ধা জানান।
এ ছাড়া শ্রদ্ধা জানান জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), গণফোরাম, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে নানা স্লোগান দিতে দেখা যায়।
এসএম/টিটি/