বাম জোটের হরতালে পুলিশের লাঠিচার্জ (ভিডিও)
রাজধানীর পল্টনে বাম গণতান্ত্রিক জোটের অবস্থান কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাম জোটের নেতা-কর্মীরা।
এসময় বিপরীতে জোটের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এরপর পুলিশ ও পাল্টা ইটপাটকেল ছোড়েন এবং লাঠিচার্জ করেন।
সোমবার (২৮ মার্চ) বেলা সোয়া ১১টার পর এ ঘটনা ঘটে।
জোটের নেতা-কর্মীরা পল্টন মোড়ের এক পাশে অবস্থান নিয়ে রাস্তা বন্ধ করে দেয়। এসময় পুলিশ রাস্তা ছাড়তে বললে তারা পুলিশের উপর ক্ষুব্ধ হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে বলে অভিযোগ করেছে পুলিশ।
এরপর পুলিশ লাঠিচার্জ করে ও জলকামান নিক্ষেপ করে। এতে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। বর্তমানে পল্টন এলাকায় যানচলাচল স্বাভাবিক।
জানতে চাইলে পল্টন থানার অফিসার ইনচার্জ মো. সালাহউদ্দীন মিয়া বলেন, হরতাল সমর্থনকারীরা প্রথমে পুলিশকে আক্রমণ করে হামলা করে। এরপর পুলিশ বাধ্য হয়ে জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পল্টন এলাকায় যানচলাচল স্বাভাবিক।
কেএম/টিটি