সংসদ অধিবেশন শুরু সোমবার, আলোচনায় ১৫ বিল
একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শুরু হবে সোমবার (২৮ মার্চ)। এদিন বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের ১৭তম বৈঠক শুরু হবে। করোনা পরিস্থিতির মধ্যে এবারও অর্ধসংখ্যক সংসদ সদস্যদের উপস্থিতিতে প্রতি কার্যদিবস চলবে।
প্রতি কার্যদিবসে ১৭৫ জন বা কম বেশি উপস্থিত থাকার জন্য বলবে সংসদ সচিবালয়। সেভাবেই আসন বণ্টন করা হবে বলে জানা গেছে। সাংবাবিধানিক বাধ্যবাধকতার এই অধিবেশনে ১৫টি বিল বিবেচনার জন্য রয়েছে। তারমধ্যে পাসের অপেক্ষায় রয়েছে ৬টি বিল। আর নতুন করে উত্থাপন হবে ৪টি বিল। এছাড়া ৫টি বিল সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিবেচনাধীন রয়েছে।
করোনা শুরু হওয়ার পর থেকে সিমিত কার্যদিবসে চলে আসছে সংসদ অধিবেশন। তারই ধারাবাহিকতায় এবারও ৫ থেকে ৬ কার্যদিবস চলতে পারে বলে জানা গেছে। সেক্ষেত্রে এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই ১৭তম অধিবেশনের সমাপনী হতে পারে।
অধিবেশনে সম্পর্কে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ঢাকাপ্রকাশকে বলেন, করোনা পরিস্থিতির মধ্যে এবারও সংক্ষিপ্ত অধিবেশন হবে। এবারও প্রতি কার্যদিবসে অর্ধেক সংখ্যক সংসদ সদস্যকে উপস্থিত থাকতে বলা হবে। এপ্রিল মাসের প্রথম সপ্তহে অধিবেশন শেষ হতে পারে বলে জানান তিনি।
একাদশ সংসদের ১৭তম অধিবেশনে যে সব বিল নিয়ে আলোচনা হতে পারে: মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল ২০২২, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল, পিরোজপুর-২০২২, বাংলাদেশ পেটেন্ট বিল, সরকারি ঋণ বিল, বাংলাদেশ জাতীয় জাদুঘর বিল, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিল, বয়লার বিল, বেসরকারি মেডিক্যাল কলেজ ও ডেন্টাল কলেজ বিল, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, সংশোধন বিল, বাণিজ্য সংগঠন বিল, পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস বিল, জেলা পরিষদ সংশোধন বিল, স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল, বৈষম্য বিরোধী আইন, গণমাধ্যমকর্মী চাকরির শর্তাবলী বিল-২০২২। ২৩ মার্চ পর্যন্ত এ সব বিল জমা পড়েছে।
এসএম/আরএ/