শুরুতে শপথ গ্রহণ করাবেন প্রধানমন্ত্রী
‘মহাবিজয়ের মহানায়ক’ উৎসব ১৬ ও ১৭ ডিসেম্বর
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘মহাবিজয়ের মহানায়ক’ প্রতিপাদ্য নিয়ে আগামী ১৬ ও ১৭ ডিসেম্বর দুই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। মুজিববর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এ আয়োজন করছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী সোমবার (১৩ ডিসেম্বর) বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান।
ড. কামাল আবদুল নাসের চৌধুরী জানান, দুদিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিন (১৬ ডিসেম্বর) অনুষ্ঠান শুরু হবে বিকাল সাড়ে ৪টায় এবং অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার পরিচালনায় থাকবে সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে জাতীয় পতাকা হাতে দেশের সর্বস্তরের মানুষ এ শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
শপথগ্রহণ শেষে আলোচনা পর্বে প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সম্মানিত অতিথির বক্তব্য রাখবেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছা বক্তব্য রাখবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখবেন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড.কামাল আবদুল নাসের চৌধুরী। এ অনুষ্ঠানে বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দকে ‘মুজিব চিরন্তন’ শ্রদ্ধাস্মারক প্রদান করবেন।
তিনি জানান, ১৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠান শুরু হবে এবং রাত ৮টায় শেষ হবে। অনুষ্ঠানে সন্ধ্যা ৫টা থেকে সোয়া ৫টা পর্যন্ত ২৫ মিনিটের বিরতি থাকবে। পরদিন সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধা সাড়ে ৫টায় শুরু হয়ে চলবে ৭টা পর্যন্ত। প্রত্যেক দিনের অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশন এবং বেতারের মাধ্যমে বিভিন্ন বেসরকারি চ্যানেল ও মিডিয়ায় সরাসরি সম্প্রচার করবে। কোভিড-১৯ পরিস্থিতিতে দেশি-বিদেশি অতিথিদের জন্য ১০টি পয়েন্টে করোনা টেস্ট করার ব্যবস্থা করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে জাতীয় বাস্তবায়ন কমিটির সাংস্কৃতিক উপকমিটির আহবায়ক সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, এডিটরস গিল্ড-এর সভাপতি মোজাম্মেল হক বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
এপি/এএন