মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

নির্মূল কমিটির আন্তর্জাতিক ওয়েবিনার

মুক্তিযোদ্ধাদের অস্ত্র প্রশিক্ষণ দিয়েছি: পি কে ঘোষ

স্বাধীনতার ৫১তম বার্ষিকীতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে ‘২৬ মার্চ ১৯৭১: প্রথম মুক্তিবাহিনী গঠন’ শীর্ষক এক আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির তার সূচনা বক্তব্যে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের এক অজ্ঞাত নায়ক বিএসএফের মেজর পি কে ঘোষকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত ভারতীয় নায়কদের সন্ধানে আমার তিরিশ বছরের অভিযানে বহুজনকে পেয়েছি, যারা মুক্তিযুদ্ধের এক একটি অধ্যায়কে এক একভাবে আলোকিত করেছেন। তিরিশ বছর আগে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জীবিত ছিলেন না। তবে ১৯৭১-এ এই মহান নেত্রীর সহযোগী যারা মুক্তিযুদ্ধের বাইশ-তেইশ বছর পরও বেঁচেছিলেন তাদের সাক্ষাৎকার আমি গ্রহণ করেছি। ফিল্ড মার্শাল মানেকশ, জেনারেল অরোরা, জেনারেল জ্যাকব, জেনারেল উবান, জেনারেল থাপান, জেনারেল লছমন সিং, মন্ত্রী করণ সিং, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর উপদেষ্টা পিএন হাকসার, পররাষ্ট্র সচিব টিএন কল, গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান আরএন কাও ও বিএসএফ প্রধান রুস্তমজীসহ ভারতের নীতিনির্ধারণী পর্যায়ের আরও অনেকের সঙ্গে আমার কথা হয়েছে। এই তালিকার সর্বশেষ সংযোজন হচ্ছে ভারতের বিএসএফ-এর তৎকালীন তরুণ কর্মকর্তা ক্যাপ্টেন পরিমল কুমার ঘোষ, বন্ধুমহলে যিনি ‘পি কে ঘোষ’ নামে পরিচিত এবং ’৭১-এর রণাঙ্গনে পরিচিত ছিলেন ক্যাপ্টেন আলী নামে।’

‘মুক্তিযুদ্ধে যে বিএসএফের অবদান বিশেষ কারণে ভারত সরকার গোপন রেখেছিলেন ৫০ বছর অতিক্রান্ত হওয়ার পর তা এবারই প্রথম জনসমক্ষে এসেছে। ২০২১ সালের ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে ঐতিহাসিক বিজয়ের সুবর্ণজয়ন্তী বাংলাদেশের মতো ভারতেও আড়ম্বরের সঙ্গে উদযাপন করা হয়েছে, যেখানে বিএসএফের অবদান বিশেষভাবে আলোচিত হয়েছে। ২০২১ সালে প্রকাশিত বিএসএফের বার্ষিক জার্নালে প্রকাশিত হয়েছে মেজর পি কে ঘোষের বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ। ১৯৭১-এর ২৬ মার্চ স্বাধীনতার প্রথম প্রহরে ত্রিপুরায় ভারত-বাংলাদেশ (তখন পাকিস্তান) সীমান্তে শ্রীনগর ‘বিওপি’র কোম্পানি কমান্ডার বিএসএফের বত্রিশ বছর বয়সী তরুণ ক্যাপ্টেন পি কে ঘোষ কীভাবে বাংলাদেশের তরুণদের নিয়ে মুক্তিবাহিনীর প্রথম দল গঠন করেছিলেন, যারা ফেনী-চট্টগ্রাম সীমান্তের শুভপুর ব্রিজে যুদ্ধ করে পাকিস্তানি দখলদার বাহিনীকে পরাজিত করে সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতুটি দখল করেছিলেন তারই অত্যন্ত রোমাঞ্চকর ও চিত্তাকর্ষক বর্ণনা রয়েছে মেজর পি কে ঘোষের নাতিদীর্ঘ রচনায়।

ভারতের বিএসএফের কোম্পানি কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর পি কে ঘোষ মুক্তিযুদ্ধকালীন অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, ‘অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি ডাক্তার হতে চেয়েও সেনাবাহিনীতে যোগদান করি এবং ১৯৭০ সেনাবাহিনী থেকে বিএসএফ-এ বদলি হয়ে ত্রিপুরায় যোগদান করি। পাশেই ছিল ফেনী নদী ও চট্টগ্রাম শহর যা মুক্তিযুদ্ধের খুবই গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত ছিল। ১৯৭১ সালের ২৬শে মার্চ পাক বাহিনী চট্টগ্রামের পোর্টে পৌঁছালে আমরা উপরের নির্দেশে ত্রিপুরায় সতর্ক অবস্থান নিই। সেদিন দুপুরে বাংলাদেশের সীমান্তের ওপার থেকে ইপিআরের হাবিলদার নূরুদ্দিন, আওয়ামী লীগের এমএনএ অধ্যাপক ওবাইদুল্লাহ মজুমদার ও ডা. আমির হোসেন আমার কাছে এসে বাংলাদেশে পাক বাহিনী হত্যাযজ্ঞের কথা জানান। সেই গ্রামে পাক বাহিনীর নানা অত্যাচারের কথা জানিয়ে তাদের কাছ থেকে বাঙালিদের রক্ষা করার জন্য আমাকে অনুরোধ জানান। আমি উপরের নির্দেশ প্রাপ্ত না হওয়ার কারণে তাদের কাছে অপারগতা প্রকাশ করে কিছু আত্মরক্ষামূলক পরামর্শ দিই। কিন্তু তারা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে মানবতার দোহাই দিলেন। আমি তাদের যুক্তি মেনে নিলাম। সমস্যা হলো বিএসএফের উর্দি পরে আমি সীমান্ত অতিক্রম করতে পারব না। আওয়ামী লীগের নির্বাচিত গণপ্রতিনিধি অধ্যাপক ওবায়দুল্লাহ মজুমদার বললেন, আমি পটিয়া কলেজের অধ্যক্ষ। আমি আপনাকে গ্রামবাসীর কাছে আমার সহকর্মী হিসেবে পরিচয় করিয়ে দেব। তখন আমি প্রফেসর আলী ছদ্মনাম গ্রহণ করে তাদের সঙ্গে সীমান্ত অতিক্রম করে গ্রামে গেলাম। গ্রামের মানুষ তাদের নেতা অধ্যাপক মজুমদারকে কাছে পেয়ে আবেগাক্রান্ত হয়ে উচ্চ কণ্ঠে স্লোগান দিলেন ‘জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বাংলাদেশ...।’

তিনি বলেন, ‘স্লোগানের তাৎক্ষণিক জবাবে পাকিস্তানি সৈন্যরা গ্রামের দিকে তাক করে মেশিনগানের গুলি বর্ষণ করল। তবে এতে কোনো প্রাণহানি ঘটেনি। সঙ্গে সঙ্গে আমি শত্রুর অবস্থান জানার উদ্যোগ গ্রহণ করলাম। বিকেল ৫টা নাগাদ আমি হাবিলদার নূরউদ্দিনের নেতৃত্বে ইপিআরের ছয়জন তরুণকে নিয়ে মুক্তিবাহিনীর প্রথম দল গঠন করলাম। তাদের দুটি গ্রুপে ভাগ করে উত্তর ও দক্ষিণ প্রান্তে ব্রিজের তলায় অবস্থান নিতে বললাম। পাকিস্তানি সৈন্যদের অবস্থান ছিল ব্রিজের ঠিক উপরে। তাদের দায়িত্ব বুঝিয়ে দিলাম। গেরিলা যুদ্ধের কৌশল তো বঙ্গবন্ধু তার ৭ মার্চের ভাষণেই বলেছিলেন। যার যা কিছু আছে তা নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। শত্রুকে ভাতে মারতে হবে, পানিতে মারতে হবে। আমি ইপিআরের তরুণদের বললাম, তারা পাকিস্তানি সৈন্য গ্রামে প্রবেশ থেকে বিরত রাখবে, কোনোভাবে তাদের নদীর দিকে নামতে দেবে না এবং একবারে এক রাউন্ডের বেশি গুলি ছুঁড়বে না। কারণ সেই সময় আমার কাছে মাত্র ৩০০ রাউন্ড গুলি ছিল, যা তাদের ভাগ করে দিয়েছিলাম।

‘সন্ধ্যা সাতটার দিকে আমি শ্রীনগর পোস্টে ফিরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠালাম, আমার সীমান্ত অতিক্রম করার বিষয়টি গোপন রেখে। পরদিন সকালে কর্নেল অরুণ কুমার ঘোষ এলেন। আমার রিপোর্টের জন্য সন্তোষ প্রকাশ করে ধন্যবাদ জানালেন। একজন শৃঙ্খলাপরায়ন সৈনিক হিসেবে আমার সীমান্ত অতিক্রমের কথা তাকে বললাম। সঙ্গে সঙ্গে আমার সিও-র মেজাজ পাল্টে গেল। ক্ষুব্ধ গলায় তিনি চিৎকার করে বললেন, ‘কোন সাহসে তুমি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করেছ?... তোমাকে কোর্ট মার্শালের সম্মুখীন করা হতে পারে,’ এই বলে ক্ষুব্ধ মেজাজ নিয়েই তিনি চলে গেলেন। ঊর্ধ্বতন কর্মকর্তার আচরণের জন্য আমার খারাপ লাগলেও আমি বিন্দুমাত্র দুঃখিত ছিলাম না। সীমান্তের ওপারের হতভাগ্য নিরাপরাধ মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তের জন্য। আমি স্বামী বিবেকানন্দের ভক্ত। তিনি বলেছেন, ‘বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে, অসহায় প্রতিবেশীকে সাহায্য করতে’।

তিনি বলেন, আমি অবশ্যই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই হাবিলদার নুর উদ্দিনকে। সেই সময় তিনি ও তার বাহিনী যে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন তা অভাবনীয়। সে সময়ে আমরা মুক্তিযোদ্ধাদের অস্ত্র প্রশিক্ষণ দিয়েছি।

‘জীবন মানেই যুদ্ধ। আজ আমি ৮৩ বছর বয়সে এসে কর্কট রোগের সঙ্গে যুদ্ধ করছি। এ রোগের সঙ্গে লড়াই করার অনুপ্রেরণা একাত্তরের লড়াই থেকে পেয়েছি।’

নির্মূল কমিটির সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ-ত্রিপুরা সীমান্তে ভারতের বিএসএফের কোম্পানি কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর পি কে ঘোষ। বক্তব্য রাখেন নির্মূল কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আলমগীর সাত্তার বীরপ্রতীক, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক ও সংসদ সদস্য শফিকুর রহমান, গ্রাম থিয়েটারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ, মুক্তিযুদ্ধে শহীদ ভাষাসংগ্রামী ধীরেন্দ্রনাথ দত্তের পৌত্রী মানবাধিকার নেত্রী সংসদ সদস্য আরমা দত্ত, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. কামরুল হাসান খান, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১-এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুণ হাবীব, নির্মূল কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডা. আমজাদ হোসেন, নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য বীর মুক্তিযোদ্ধা ভূতত্ত্ববিদ মকবুল-ই-ইলাহী চৌধুরী, বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা সমাজকর্মী রোকেয়া কবীর, প্রজন্ম ’৭১-এর সভাপতি শহীদসন্তান আসিফ মুনীর তন্ময়, নির্মূল কমিটির চিকিৎসা সহায়ক কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মামুন আল মাহতাব, টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ফোরাম ফর হিউম্যানিটি তুরস্কের সাধারণ সম্পাদক লেখক ও চলচ্চিত্র নির্মাতা শাকিল রেজা ইফতি, নির্মূল কমিটির তরুণ নেতা কণ্ঠশিল্পী শাহরুখ কবির এবং নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মানবাধিকার নেতা কাজী মুকুল।

নির্মূল কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) আলমগীর সাত্তার বীরপ্রতীক বলেন, ‘আগরতলায় পৌঁছি মে মাসে। সেখানে দেড় মাস ছিলাম। এ কে খন্দকার আমার ব্যাপারে পি সি রাও-এর কাছে সুপারিশ করেন। তিনি আমাকে কলকাতার বারাকপুরে নিয়ে যান। বারাকপুরে বাংলাদেশে ও ভারতের সামরিক বিভিন্ন পজিশনের কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। যে কমিটিতে ছিলেন এয়ার ভাইস মার্শাল তেওয়ারি, এয়ার ভাইস মার্শাল দেওয়ান, এয়ার কমোডর এ কে খন্দকার, পিসি রাও, ক্যাপ্টেন চন্দন সিং মহাবীরচক্র এবং আমিসহ আরও কয়েকজন।’

সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১-এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুণ হাবীব বলেন, ‘আজকের এই অভাবনীয় আয়োজন করার জন্য শাহরিয়ার কবিরকে ধন্যবাদ। ত্রিপুরার অংশ কাজ করতে গিয়ে পি কে ঘোষের নামের সঙ্গে যুক্ত হই। পি কে ঘোষের মতো অনেককে এতোদিন পর্যন্ত স্মরণ করতে পারিনি এটা আমাদের ব্যর্থতা। মুক্তিযুদ্ধের বন্ধু হিসেবে পি কে ঘোষকে সম্মানিত করতে পারলে বাংলাদেশের মানুষ গর্ববোধ করবে। ১৯৭১ সালে ভারত ও বাংলাদেশ যুদ্ধের মাধ্যমে রক্তের বন্ধনে আবদ্ধ হয়েছেন এই সম্পর্ক আজীবন থাকবে।’

নির্মূল কমিটির উপদেষ্টা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. আমজাদ হোসেন বলেন, ‘আজকের আয়োজন আমাকে কাঁদিয়ে দিয়েছে। মহিয়সী নারী ইন্দিরা গান্ধী যদি ওতোপ্রোতভাবে এগিয়ে না আসতেন ভাগ্যে কি ঘটত তা বর্ণনাতীত। পি কে ঘোষকে এতদিন কেন সম্মান জানাতে পারিনি সেটা আশ্চর্যের বিষয়। মুক্তিযুদ্ধে পি কে ঘোষ যেভাবে বাংলাদেশের পক্ষে যুদ্ধ করেছেন এবং ভারতীয়রা যেভাবে সহমর্মিতা প্রদর্শন করেছিলেন তা অভূতপূর্ব।’

আবেগ জড়িত কণ্ঠে নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য বীর মুক্তিযোদ্ধা ভূতত্ত্ববিদ মকবুল-ই-ইলাহী তার বক্তব্যে পি কে ঘোষকে শ্রদ্ধা জ্ঞাপন করে দ্রুত বাংলাদেশে এসে সম্মাননা গ্রহণ করার আহ্বান জানান।’

বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা সমাজকর্মী রোকেয়া কবীর বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে বাংলাদেশ এসে সশরীরে যুদ্ধ করায় পি কে ঘোষকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে তাঁকে বাংলাদেশে আমন্ত্রণ জানান।’

এনএইচবি/আরএ/

Header Ad

৯ বছর পর খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে সৌদি রাষ্ট্রদূতকে বহনকারী গাড়ি বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় প্রবেশ করে।

সাক্ষাতে খালেদা জিয়ার সঙ্গে আরও রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এবং বেগম জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও তার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ড. এনামুল হক চৌধুরী।

২০১৮ সালে কারাবরণ এবং পরিবর্তিত পরিস্থিতিতে গত ৬ আগস্ট স্থায়ী মুক্তির পর খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের এটি প্রথম সাক্ষাৎ। এর আগে ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর বেগম জিয়ার সঙ্গে ঢাকাস্থ তৎকালীন রাজকীয় সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচ এম আল মুতাইরি সাক্ষাৎ করেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছিল।

এদিকে পরিবর্তিত পরিস্থিতিতে গত ৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ ক্যাথেরিন কুক। ফিরোজায় অনুষ্ঠিত ওই সাক্ষাতে খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সারাহ কুক।

Header Ad

ইসকন নেতা চিন্ময়কে গ্রেপ্তার নিয়ে যা বললেন প্রেস সচিব

প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে (৩৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

সোমবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে চিন্ময় দাসকে গ্রেপ্তারের বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, চিন্ময় দাস আটক হয়েছেন বলে আমরা জানি। উনার নামে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। এ বিষয়ে ডিএমপি কমিশনার আপনাদের (সাংবাদিক) জানাবেন।

এদিকে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের সময়ে পুলিশের ভূমিকার বিষয়ে তিনি বলেন, আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো অ্যালার্ট ছিল। কিন্তু পাবলিক এক্সপেকটেশনের কারণে আমরা আগের অবস্থান থেকে সরে এসেছি। পুলিশ লাঠিচার্জ করুক, এটাও সরকার দেখতে চায় না।

Header Ad

বেনাপোলে টানা ৪ দিন বন্ধ রয়েছে দূরপাল্লার সকল পরিবহন

বেনাপোলে টানা ৪ দিন বন্ধ রয়েছে দূরপাল্লার সকল পরিবহন। ছবি: ঢাকাপ্রকাশ

যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে চতুর্থ দিনের মত দূরপাল্লার সব পরিবহন বাস বন্ধ রয়েছে। বাস মালিক সমিতি পূর্ব ঘোষনা অনুযায়ী সোমবার (২৫ নভেম্বর) সাতক্ষীরা থেকে ঢাকাগামী সকল দূরপাল্লার বাস বন্ধ রেখেছে।

এতদিন বেনাপোল থেকে দূরপাল্লার বাস বন্ধ থাকলেও ভারত ফেরত অনেক পাসপোর্ট যাত্রী ১২ কিলোমিটার দূরে নাভারন সাতক্ষীরা মোড় থেকে সাতক্ষীরা রুটের গাড়ি ধরে বাড়ি ফিরছিলেন।সোমবার থেকে সেটাও বন্ধ করে দিয়েছে মালিক সমিতি।

এতে প্রতিদিন ভারত ফেরত হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। যাত্রীদের চেকপোস্টে না নিতে দিয়ে গভীর রাতে পৌর বাস টার্মিনালে নামাতে বাধ্য করার অভিযোগে শুক্রবার রাত থেকে বেনাপোলের দূরপাল্লার সব বাস বন্ধ রেখেছে মালিক সমিতি।

বেনাপোল পরিবহন ম্যানেজার সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন,"আমাদের দাবি-দাওয়া না মানায় পরিবহন মালিকরা তাদের গাড়ি এই রুটে চালাবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন। আজ সোমবার থেকে সাতক্ষীরা রুটও বন্ধ করে দিয়েছে মালিক সমিতি।"

সাতক্ষীরা কে লাইন পরিবহনের জামতলা কাউন্টার প্রধান আনোয়ার হোসেন বিদ্যুৎ বলেন,বেনাপোলের সমস্যার সমাধান না হওয়ায় সাতক্ষীরা থেকে দূরপাল্লার পরিবহণের সকল বাস বন্ধ করে দিয়েছে মালিক সমিতি।পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত আমরা কোন টিকিট বিক্রি করছি না।

এদিকে হঠাৎ করে বেনাপোল থেকে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকায় আটকা পড়েছেন ভারত থেকে আসা হাজার হাজার পাসপোর্টধারী যাত্রী। গন্তব্যে যেতে তারা প্রাইভেটকার, মাইক্রোবাস,ট্রেন ব্যবহার করছেন। এতে ভোগান্তি,সময় অপচয়ের পাশাপাশি খরচও বেশি হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেছেন।

বেনাপোল চেকপোস্টে কথা হয় ভারত ফেরত যাত্রী নেত্রকোনার জিতেন সাহা, নারায়নগঞ্জের সাদ্দাম হোসেন টিপু, ঢাকার ফজলুর রহমান শেখ, লাল্টু হোসেন ও বিনয় পালের সাথে।

নেত্রকোনার জিতেন সাহা বলেন, তিন জন মিলে একটি প্রাইভেট নিয়ে যশোর যাচ্ছি।সেখান থেকে বাস ধরে বাড়ি যাবো।ভারত থেকে দেশে ফিরে এখন দেখছি 'দূর্ভোগের শেষ নেই'।

যশোর জেলা বাস মালিক সমিতির সভাপতি মুসলিম উদ্দিন পাপ্পু জানান, বেনাপোল চেকপোস্টে বন্দর ভেহিক্যাল টার্মিনাল চালু হওয়ায় কমে গেছে গাড়ির জট। বাস চলাচলে কোন যানজট হয়না। ভারত বাংলাদেশের আমদানি রপ্তানি পণ্যবাহী ট্রাকের কারনে সৃষ্টি হত যানজটের। দূরপাল্লার যাত্রীদের নিরাপত্তা ও দুর্ভোগের বিষয়টি কর্তৃপক্ষের বিশেষ বিবেচনার দাবী জানান মুসলিম উদ্দিন পাপ্পু।

বেনাপোলে যানজট নিরসনে পৌর বাস টার্মিনাল ব্যবহারে নির্দেশনা দেয় জেলা প্রশাসন। পরিবহন কর্তৃপক্ষ পৌর বাস টার্মিনাল ব্যবহারে সহমত পোষন করে দিনের বাসগুলো ছাড়ছিল সেখান থেকেই। যাত্রীদের নিরাপত্তা ও সুবিধায় রাতের বাস চেকপোস্ট টার্মিনালে এসে যাত্রী নামিয়ে দিয়ে বাস যাচ্ছিল পৌর টার্মিনালে। এরই মধ্যে হঠাৎ করে ২২ নভেম্বর গভীর রাতে ঢাকা থেকে ছেড়ে আসা বাসের যাত্রী পৌর বাস টার্মিাালে নামিয়ে নেওয়া হয়। বাস প্রবেশে দেওয়া হয বাধা। এরই প্রতিবাদে বাস চলাচল বন্ধ রাখে মালিক সমিতি। টানা চার দিন দুর পাল্লার পরিবহন চলাচল বন্ধে ভারত বাংলাদেশ যাতায়াতকারী যাত্রীরা পড়ছেন সীমাহীন ভোগান্তিতে। এর সুরাহা চান ভুক্তভোগী যাত্রীরা।

Header Ad

সর্বশেষ সংবাদ

৯ বছর পর খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ইসকন নেতা চিন্ময়কে গ্রেপ্তার নিয়ে যা বললেন প্রেস সচিব
বেনাপোলে টানা ৪ দিন বন্ধ রয়েছে দূরপাল্লার সকল পরিবহন
৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা
ঋণ দেওয়ার নামে শাহবাগে লোক জড়ো করা মোস্তফা আমীন আটক
সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি
আইপিএলে দল পেলেন না মুস্তাফিজুর রহমান
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা আজাহার গ্রেফতার
চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ নওগাঁয়
নির্লজ্জ দলাদলির পরিণতি দেশবাসী দেখেছে: তারেক রহমান
মোল্লা কলেজের সার্টিফিকেট-ল্যাপটপ লুট, ক্ষতি ৭০ কোটি টাকা: অধ্যক্ষ
ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার
সাত কলেজের স্নাতক পরীক্ষা স্থগিত
সংঘর্ষের ঘটনায় যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
পার্থ টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে রেকর্ড জয় ভারতের
বদলগাছীতে বাসের ধাক্কায় ৭ মাসের অন্তঃসত্ত্বা নারী নিহত, আহত ২
মামলা না নিলে ওসিকে এক মিনিটে বরখাস্ত করে দেবো: ডিএমপি কমিশনার
মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় যুবকের যাবজ্জীবন
বিগ ব্যাশ খেলার অনুমতি পেলেন রিশাদ
শাকিব খানের সঙ্গে আইটেম গানে নুসরাত