মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ সমঝোতা স্মারক স্বাক্ষর ১৯ ডিসেম্বর
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে সমঝোতা স্মারক সই হতে পারে আগামী ১৯ ডিসেম্বর। এজন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ মালয়েশিয়া যাচ্ছেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ১৮ ডিসেম্বর রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ মালয়েশিয়ার কুয়ালামপুরের উদ্দেশ্যে রওনা হবেন। পরদিন ১৯ ডিস্মেবর সমঝোতা স্মারক স্বাক্ষর হবে।
কর্মীদের মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় বা খরচ কতো হবে তা জানা যাবে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর। কর্মীদের বয়সসীমা হবে ১৮ থেকে ৪৫ বছর।
এর আগে শুক্রবার (১০ ডিসেম্বর) মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান এক বিবৃতিতে জানান, শুক্রবার মালয়েশিয়ার মন্ত্রিসভার বৈঠকে কর্মী নেওয়ার বিষয়ে বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিকক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এটি স্বাক্ষরের পরপরই কর্মী নেওয়া শুরু হবে।
গত অক্টোবরে শুধু বৃক্ষরোপণ খাতে বিদেশি শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বৃক্ষরোপণ ছাড়াও কৃষি, প্রক্রিয়াজাতকরণ, সেবা, খনি, খনি অনুসন্ধান, নির্মাণ ও গৃহকর্মী সব খাতেই বিদেশি শ্রমিক নেওয়া হবে।
করোনাভাইরাসের কারণে প্রায় দেড় বছর বন্ধ থাাকার পর গত ২২ অক্টোবর আবার বিদেশি কর্মী নেওয়ার সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া সরকার।
আরইউ/