ঢাকা-ওয়াশিংটন অংশীদারিত্ব বর্তমানে শক্তিশালী: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
শনিবার (২৬ মার্চ) বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছর পূর্তি এবং জাতীয় দিবস উপলক্ষে এক শুভেচ্ছা বার্তা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
উভয় দেশই স্বাধীনতার জন্য তীব্র লড়াই করেছে মন্তব্য করে শুভেচ্ছাবার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত পাঁচ দশক ধরে আমরা নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিতে অংশীদারিত্ব বজায় রেখে চলেছি। আমাদের প্রতিরক্ষা, উন্নয়নমূলক, বাণিজ্যিক এবং মানুষে মানুষে অংশীদারিত্ব আগের যেকোনও সময়ের চেয়ে বেশি শক্তিশালী।
আগামী দশকগুলোতে এই সম্পর্কের ভিত্তি আরও জোরালো করার প্রতিশ্রুতির কথা জানান অ্যান্টনি ব্লিঙ্কেন।
আরইউ/এমএমএ/