ইউএস-বাংলার নতুন রুট জেদ্দা, রিয়াদ, মদিনা
জেদ্দা, রিয়াদ, মদিনায় ফ্লাইট চালু করতে যাচ্ছে ইউএস-বাংলা
সৌদিপ্রবাসী বাংলাদেশীদের যাত্রীসেবা দেওয়ার জন্য ২০২২ সালের জুনে ঢাকা থেকে জেদ্দা, রিয়াদ ও মদিনা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করার পরিকল্পনা গ্রহণ করেছে বেসরকারি বিমান পরিবহণ প্রতিষ্ঠান ইউএস-বাংলা।
ইউএস-বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে ঢাকা থেকে জেদ্দা, রিয়াদ ও মদিনায় ফ্লাইট চলাচলের জন্য অন্য দেশগুলো যে ধরনের এয়ারক্রাফট (এয়ারবাস ৩৩০-২০০/৩০০) ব্যবহার করে থাকে, ইউএস-বাংলা এয়ারলাইন্সও বাংলাদেশী প্রবাসীদের একই ধরনের এয়ারক্রাফট ব্যবহার করে যাত্রীসেবা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে।
ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ করে ইউএস-বাংলা। বর্তমানে এর বিমানবহরে চারটি বোয়িং ৭৩৭-৮০০, সাতটি এটিআর ৭২-৬০০ সহ মোট ১৪টি এয়ারক্রাফট রয়েছে।
ইউএস-বাংলা কর্তৃপক্ষ আরও জানায়, আগামী পাঁচ মাসের মধ্যে তাদের বিমানবহরে আরও তিনটি বোয়িং ৭৩৭-৮০০ ও চারটি এটিআর ৭২-৬০০ যোগ হতে যাচ্ছে। এ ছাড়া মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য জেদ্দা, রিয়াদ, মদিনা রুটসহ ইউরোপে বিশেষ করে লন্ডন, আমস্টারডাম, রোমসহ বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার জন্য ২০২২ ও ২০২৩ সালের মধ্যে আটটি এয়ারবাস ৩৩০-২০০/৩০০ এয়ারক্রাফট যুক্ত করার পরিকল্পনা রয়েছে তাদের।
২০১৪ সালের ১৭ জুলাই থেকে যাত্রা শুরু করা ইউএস-বাংলা এয়ারলাইন্স গত প্রায় আট বছর যাবৎ স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ এভিয়েশন মার্কেটে যাত্রীদের মধ্যে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। যাত্রা শুরুর পর ধারাবাহিকভাবে ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে, এমনকি ক্রস কান্ট্রি ফ্লাইট ধারনা থেকে যশোর থেকে চট্টগ্রাম, কক্সবাজার কিংবা সৈয়দপুর থেকে চট্টগ্রামে ফ্লাইট পরিচালনা করছে।
পরিকল্পনা অনুযায়ী স্বাধীনতার পর চীনের কোনো গন্তব্যে বাংলাদেশি এয়ারলাইন্স হিসেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে গুয়াংঝু রুটে ফ্লাইট পরিচালনা করছে। সেই সঙ্গে বাংলাদেশ থেকে ভারতের চেন্নাই ও কলকাতায় বিপুল সংখ্যক রোগী চিকিৎসাসেবা নেওয়ার উদ্দেশ্যে ভ্রমণকারীদের সেবা দেওয়ার জন্য ঢাকা থেকে চেন্নাই ও কলকাতায় সরাসরি ফ্লাইট পরিচালনা করছে।
বাংলাদেশি শ্রমিকদের আধিক্য আছে এমন দেশ মাস্কাট, দোহা, দুবাই, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, মালে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। খুব শিগগিরই ঢাকা থেকে কলম্বো রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ইউএস-বাংলা। তবে করোনা জটিলতার কারণে বাংলাদেশি পর্যটকদের জন্য সাময়িকভাবে ঢাকা-ব্যাংকক রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ আছে।