পাকিস্তানের ক্ষমা না চাওয়া দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী
১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা না চাওয়া দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
শনিবার (২৬ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
ক্ষমা না চাওয়া অগ্রহণযোগ্য এবং পাকিস্তানের লজ্জা পাওয়া উচিৎ বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২৫ মার্চ গণহত্যাকে আমরা নিজের দেশে আগে স্বীকৃতি দিয়েছি।
জাতিসংঘে গণহত্যা দিবসের স্বীকৃতি দেওয়ার জন্য আমরা আবেদন জানিয়েছিলাম এমনটা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রুয়ান্ডা, আর্মেনিয়া, কম্বোডিয়াও আবেদন জানিয়েছিল। সে পরিপ্রেক্ষিতে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
আরইউ/কেএফ/