মানবিক কারণে ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছি: পররাষ্ট্রমন্ত্রী
কোনো ধরনের চাপে নয়, মানবিক কারণে বাংলাদেশ জাতিসংঘে ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
শনিবার (২৬ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী একথা জানান। এর আগে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বীর শহিদদের শ্রদ্ধা জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭১ সালে আমরা যেমন ঘর-বাড়ি ছেড়েছিলাম, এখন ইউক্রেনের সাধারণ মানুষও জীবন বাঁচাতে ঘর-বাড়ি ছাড়ছেন। মানবিক কারণে ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছি।
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কোনো ধরনের চাপের মুখে সিদ্ধান্ত নেন না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো ধরনের চাপ আমরা মোকাবিলা করতে পারি। কোনো চাপের মুখে জাতিসংঘে ভোট দেইনি।
ইউক্রেন ইস্যুতে রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণে প্রভাব পড়বে না বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
আরইউ/কেএফ/