২৫ মার্চ কালরাত্রি
মশাল প্রজ্জ্বলন করে আলোর মিছিল করল নির্মূল কমিটি
একাত্তরের ২৫ মার্চের কালরাত্রি স্মরণে মশাল প্রজ্জ্বলন করে আলোর মিছিল করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। শুক্রবার রাতে (২৫ মার্চ) কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়।
শহীদ মিনারে মশাল প্রজ্জ্বলন শেষে মোমবাতি হাতে আলোর মিছিল নিয়ে জগন্নাথ হলের বধ্যভূমিতে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় কমিটি।
শিক্ষামন্ত্রী দীপু মণিসহ মিছিলে নেতৃত্ব দেন মহান মুক্তিযুদ্ধের অধিনায়করা, রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা।
নির্মূল কমিটির সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবিরের সভাপতিত্বে এ কর্মসূচি পালন করা হয়।
এ ছাড়াও একই দিনে দেশে-বিদেশে শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বাংলাদেশসহ সমগ্র বিশ্বের স্বাধীনতা সংগ্রামে শহীদ ও গণহত্যায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায় নির্মূল কমিটির সকল শাখা ।
এমএ/এসআইএইচ