বাংলাদেশি পর্যটক-দর্শনার্থীদের জন্য ভিসা সহজ করবে ওমান
বাংলাদেশি পর্যটক ও দর্শনার্থীদের জন্য ওমান ভিসা পদ্ধতি সহজ করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শেখ খলিফা আল হার্থি।
শুক্রবার (২৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার (২৪ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎকালে শেখ খলিফা আল হার্থি এ কথা জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্ডার সেক্রেটারি দুই দেশের কূটনীতিক এবং কর্মকর্তাদের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে জানান। পর্যটক এবং দর্শনার্থীদের জন্য ভিসা পদ্ধতি সহজ করা হবে বলেও জানান তিনি। এই প্রেক্ষাপটে আন্ডার সেক্রেটারি ওমানি এয়ারলাইন্স আল সালাম ফ্রিকোয়েন্সি বৃদ্ধির বিষয়ে যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে তা সমাধানের জন্য পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন।
সাক্ষাৎকালে আন্ডার সেক্রেটারি পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন। তারা কৃষি, খাদ্য নিরাপত্তা, নীল অর্থনীতি, জাহাজ নির্মাণ, আইসিটি এবং আইটিইএস, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ ইত্যাদির মতো সহযোগিতার নতুন ক্ষেত্র সম্পর্কেও মতবিনিময় করেন।
পররাষ্ট্রমন্ত্রী আন্ডার সেক্রেটারিকে পর্যটন এবং জনগণের মাধ্যমে সহযোগিতা বাড়াতে আহ্বান জানান। দুই দেশের মধ্যে বাণিজ্য সংস্থা এবং ব্যবসায়িক প্রতিনিধিদের মধ্যে সফর বিনিময়ের উপরও গুরুত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী।
ড. মোমেন দ্বিতীয় দ্বিপাক্ষিক বৈঠকের আলোচনায় সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশ ও ওমানের মধ্যে উচ্চ পর্যায়ের সফরের ব্যবস্থা করার জন্য আন্ডার সেক্রেটারিকে আহ্বান জানান।
এক্সক্লুসিভ ইকোনমিক জোনে আইসিটি, হাই-টেক পার্ক, জাহাজ নির্মাণ, পর্যটন ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশে ওমানির বিনিয়োগের জন্য পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবের বিষয়ে ওমানী আন্ডার সেক্রেটারি জানান, ওমান থেকে একটি বিনিয়োগ দল বাংলাদেশে সফর করবে। তারা বিনিয়োগের সুযোগ দেখবে।
শেখ খলিফা আল হার্থি পররাষ্ট্রমন্ত্রীকে আরও জানান, বাংলাদেশ ও ওমানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং ব্যবসা বাড়াতে উভয়পক্ষ ইতোমধ্যেই বাংলাদেশ-ওমান বিজনেস ফোরাম গঠনে সম্মত হয়েছে।
আরইউ/আরএ/