অর্থ বিভাগের ভর্তুকির ওপর গ্যাস-বিদ্যুতের দাম নির্ভর করবে: নসরুল হামিদ
অর্থ বিভাগের ভর্তুকির ওপর গ্যাস ও বিদ্যুতের দাম নির্ভর করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বৃহস্পতিবার (২৪ মার্চ) বিদ্যুৎ বিভাগের স্বাধীনতা পুরস্কার প্রাপ্তি উপলক্ষ্যে বিদ্যুৎ মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান।
সারা বিশ্বে তেল এবং এলএনজির দাম বাড়ছে জানিয়ে নসরুল হামিদ বলেন, আশা করছি আমরা সামলাতে পারব। এখনও আমরা বড় ধরনের কোনো সিদ্ধান্ত নিইনি।
গ্যাসের দাম বাড়বে কি না তা বাংলাদেশ এনার্জি রেগুলেটারি কমিশন (বিইআরসি) জানে এমনটা উল্লেখ করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, তারা শুনানি করছে। তবে আমরা সহনীয় পর্যায়ে রাখতে চাই। আমরা প্রয়োজনীয় ভর্তুকির জন্য প্রস্তাব করেছি। এখন সরকারের বিবেচনার বিষয় এ খাতে কতটুকু বিনিয়োগ করবে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, আজকে তেলের দামব ব্যারেল প্রতি ২৭০ ডলারে উঠেছে। ৩০০ ডলারের এলএনজির কার্গো এখন ১২০০ ডলার। বিশ্বে জ্বালানি পরিস্থিতি এখন অস্থিতিশীল। শ্রীলঙ্কায় এখন ১০ ঘন্টা লোডশেডিং হচ্ছে। ভারত তিনগুণ বিদ্যুতের দাম বাড়িয়েছে। তেলের দাম বাড়িয়ে দিয়েছে পাঁচগুণ। আমরা এখনো ঠিক আছি। সবার কাছে অনুরোধ, ধৈর্য ধরেন।
বিদ্যুৎ বিভাগের স্বাধীনতা পুরস্কার পাওয়ার বিষয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আজকের এই সাফল্যের কৃত্বিত্ব শেখ হাসিনার। তিনি মন্ত্রণালয়ের মন্ত্রী। সুবর্ণ জয়ন্তী ও জন্মশতবার্ষিকীতে এই সম্মাননা বিদ্যুৎ বিভাগের জন্য বিশাল অর্জন। সকল কর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গ্রাহকরাও এই কৃতিত্বের অংশীদার।
আমরা শঙ্কিত আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল মন্তব্য করে নসরুল হামিদ বলেন, এই সম্মান রক্ষা করা আমাদের বড় চ্যালেঞ্জ। আগামীতে চ্যালেঞ্জ মোকাবিলায় পরিকল্পনা গ্রহণ করতে হবে।
সংবাদ সম্মেলনে বিদ্যুৎ সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরইউ/এমএমএ/