ওআইসির অধিবেশনে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে প্রস্তাব গৃহীত
ইসলামাবাদে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ৪৮তম ফরেন মিনিস্টার কাউন্সিলে (সিএফএম) ‘মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের পরিস্থিতি’ নামে একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।
বুধবার (২৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিয়ানমার কর্তৃপক্ষের ওপর ক্রমাগত চাপ প্রয়োগের গতি বজায় রাখতে আহ্বান জানান পররাষ্ট্রসচিব। পররাষ্ট্র সচিব বিশেষ করে রোহিঙ্গা ইস্যু মোকাবিলায় সদস্য রাষ্ট্র এবং আন্তর্জাতিক নেতাদের সক্রিয় ভূমিকা নেওয়ার উপর জোর দেন। তিনি রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে মিয়ানমার কর্তৃপক্ষের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করার আহ্বান জানান।
পররাষ্ট্রসচিব আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা চালানোর জন্য ওআইসি কর্তৃক তৈরি তহবিলে স্বেচ্ছায় অবদানের জন্য সদস্য দেশগুলোকেও আহ্বান জানান।
এদিকে, ২২ মার্চ সিএফএমের মার্জিনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতার বিষয়ে ওআইসি অ্যাডহক মন্ত্রী পর্যায়ের একটি ওপেন-এন্ডেড সভাও অনুষ্ঠিত হয়েছিল। পররাষ্ট্রসচিব মোমেনও ‘শান্তি, ন্যায়বিচার ও সম্প্রীতি বৃদ্ধিতে ইসলামিক বিশ্বের ভূমিকা’ শীর্ষক বুদ্ধিমত্তার অধিবেশনে বক্তব্য দেন।
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ২২-২৩ মার্চ ২০২২ পর্যন্ত পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ৪৮তম অধিবেশনে একটি পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। সৌদি আরব ও পাকিস্তানে বাংলাদেশের দূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেন।
সিএফএম-এ দেওয়া বক্তৃতায় পররাষ্ট্রসচিব মোমেন ওআইসির সঙ্গে বাংলাদেশের অব্যাহত সম্পৃক্ততার কথা পুনর্ব্যক্ত করেন, যা সবসময় শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়নের নীতি দ্বারা পরিচালিত হয়েছে।
আরইউ/আরএ/