বুদ্ধিজীবীদের সঙ্গে ইসির সংলাপ শুরু
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঠিক করতে দ্বিতীয় দিনের মতো সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২২ মার্চ) বেলা ১১টার পর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে এ সংলাপ শুরু হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
এবারের সংলাপে ৪০ জন বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানানোর কথা থাকলেও শেষ পর্যন্ত ৩৯ জনকে আমন্ত্রণ জানায় নির্বাচন কমিশন। আমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে আছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, সাবেক আমলা, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিভিন্ন বেসরকারি সংস্থার শীর্ষস্থানীয় ব্যক্তিরা।
তাদের মধ্যে রয়েছেন–সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল, রাশেদা কে চৌধুরী, ডক্টর হোসেন জিল্লুর রহমান, এম হাফিজ উদ্দিন খান, আবদুল মুহিত চৌধুরী, ওয়াহিদ উদ্দিন মাহমুদ, মির্জ্জা আজিজুল ইসলাম ও বেগম রোকেয়া এ রহমান।
আজকের সংলাপে আমন্ত্রিতদের মধ্যে আরও আছেন–গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং।
এই সংলাপে যেসকল পরামর্শ প্রদান করা হয়ে থাকে সেগুলো আমলে নিয়ে নিজেদের পরবর্তী কার্যক্রম নিরূপণ করা হবে বলে জানিয়েছে ইসি।
চার নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা এমিলি, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, মো. আলমগীর ও আনিছুর রহমান সংলাপে ছিলেন।
কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন এ কমিশন দায়িত্ব নেওয়ার মাত্র ১৫ দিনের মাথায় ১৩ মার্চ শিক্ষাবিদদের সঙ্গে প্রথম সংলাপ করে। সেদিন ৩০ জনকে আমন্ত্রণ জানানো হলেও সংলাপে এসেছিলেন মাত্র ১৩ জন। শিক্ষাবিদদের পর আজ বেলা ১১টায় বিশিষ্টজনদের সঙ্গে বসছে ইসি।
এসএম/এসএ/