ঢাকা-ওয়াশিংটন অংশীদারি সংলাপ
হুমকি মোকাবিলায় বাংলাদেশকে সঙ্গে নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাস্তবতায় গণতন্ত্র এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সঙ্গে নিয়ে কাজ করতে চায় বলে জানিয়েছেন সফররত আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। রবিবার (২০) মার্চ) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা-ওয়াশিংটন অষ্টম অংশীদারি সংলাপের স্বাগত বক্তব্যে এ কথা বলেন তিনি।
এই সংলাপে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন আর আমেরিকার আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।
মার্কিন আন্ডার সেক্রেটারি বলেন, ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের মধ্যে এই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ। যুক্তরাষ্ট্র শান্তি ও নিরাপত্তা চায়। বহুবার রাশিয়াকে আলোচনার টেবিলে বাসনোর চেষ্টা হয়েছিল। কিন্তু মস্কো কোন কথাই শোনেনি।
আন্তজাতিক আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মস্কো ধংসলীলা চালিয়ে যাচ্ছে দাবি করে আড্ডার সেক্রেটারি বলেন, প্রত্যেক স্বাধীন জাতির উচিৎ সত্য প্রকাশে অবিচল হওয়া। ইউক্রেনের পাশে থাকা।
ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, সবাই মিলে সত্য বলতে হবে একসঙ্গে দাঁড়িয়ে। সকল মুক্ত জাতিকে এক হয়ে রাশিয়াকে রুখে দাড়াতে হবে।
সংলাপে জিএসপি পুনর্বহাল, শুল্ক ও কোটামুক্ত বাংলাদেশি পণ্যে প্রবেশাধিকার, দুই দেশের শীর্ষ রাজনৈতিক পর্যায়ে সফর, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, র্যাবের ওপর নিষেধাজ্ঞা, সামরিক চুক্তি, শ্রম অধিকার, সরাসরি ফ্লাইট চলাচল, করোনা পরিস্থিতি, সুনীল অর্থনীতি নিয়ে আলোচনা হশ।
এছাড়া, বাংলাদেশকে দেয়া যুক্তরাষ্ট্রের দু’টি সামরিক চুক্তির প্রস্তাব জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন অ্যাগ্রিমেন্ট, জিএসওএমআইএ ও অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস-সার্ভিসিং অ্যাগ্রিমেন্টের, এসিএসএ নিয়েও আলোচনা হয়।
গতকাল শনিবার (১৯ মার্চ) বিকেলে ভিক্টোরিয়া নুল্যান্ড ঢাকায় আসেন। তিনি বাংলাদেশ ও শ্রীলঙ্কায় অংশীদারিত্ব সংলাপে অংশ নেবেন। আর নয়াদিল্লিতে পররাষ্ট্র দফতরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
আরইউ/