ঢাকা-ওয়াশিংটন অংশীদারি সংলাপ
নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ
র্যাব এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের উপর আরোপিত সাম্প্রতিক মার্কিন নিষেধাজ্ঞা সম্পর্কে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
রবিবার (২০ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অষ্টম ঢাকা-ওয়াশিংটন সংলাপ শেষে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
পররাষ্ট্রসচিব বলেন, ‘এই নিষেধাজ্ঞা সন্ত্রাসবাদ ও আন্তর্জাতিক অপরাধের বিরুদ্ধে লড়াই করার জন্য বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে কীভাবে প্রভাবিত করতে পারে তা শুধু ব্যাখ্যা করেছি। আমাদের সরকার এই চ্যালেঞ্জ মোকাবিলা করছে সেই কথাও বিশেষভাবে বলেছি।’
তিনি আরও বলেন, ‘আমরা এ ব্যাপারে আলোচনার চালিয়ে যেতে উন্মুখ আছি এমনটা জানিয়ে পররাষ্ট্রসচিব বলেন, গণতান্ত্রিক চর্চা, গণমাধ্যমের স্বাধীনতা, শ্রম অধিকার এবং ধর্মীয় সম্প্রীতির মতো বিষয়েও আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করেছি।’
অংশীদারি সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। অন্যদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।
এ সময় আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, র্যাবের উপর নিষেধাজ্ঞা একটি জটিল বিষয়। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনভাবেই সমর্থনযোগ্য নয়।
মার্কিন আন্ডার সেক্রেটারি বলেন, বাংলাদেশ তার অবস্থান ব্যাখ্যা করেছে। গত তিন মাস ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এ ইস্যুটি পর্যবেক্ষণে রেখেছে।
মানবাধিকার যেকোনো মূল্যে রক্ষা করতে হবে মন্তব্য করে মার্কিন আন্ডার সেক্রেটারি বলেন, এ নিয়ে আরও আলোচনা হবে সামনের দিনগুলোতে। বাহিনীগুলোর আরও দ্বায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।
আরইউ/এমএমএ/