ওয়ান স্টপ সার্ভিস
৭ মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তাদের ইউনিয়নে বসে কাজ করার নির্দেশ
মাঠ পর্যায়ে সাধারণ মানুষকে সেবা প্রদানের লক্ষ্যে 'ওয়ান স্টপ সার্ভিস' দিতে উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য সরকারের ৭টি মন্ত্রণালয়ের অধীন দপ্তরসমূহকে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে বসে অফিস পরিচালনার নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গত ১৪ মার্চ স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।
স্থানীয় সরকার বিভাগ, কৃষি মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা, মৎস্য ও প্রাণিসম্পদ, সমাজ কল্যাণ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন যেসব বিভাগ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স হস্তান্তরিত সেগুলোর কর্মকর্তা-কর্মচারীদেরকে অতিদ্রুত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে নির্ধারিত কক্ষে বসে অফিস পরিচালনার জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে।
জ্যেষ্ঠ সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত ওই নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সরকার তৃণমূল পর্যায়ে জনসাধারণকে 'ওয়ান স্টপ সার্ভিস' দেওয়ার লক্ষ্যে সারাদেশে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ করছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনের তৃতীয় তফসিল এবং অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী সরকারের সাতটি মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরসমূহের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে বসে মাঠ পর্যায়ে তাদের কার্যক্রম পরিচালনা করবেন।
এই সাতটি মন্ত্রণালয়, দপ্তর ও বিভাগসমূহের মধ্যে স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী ও তার জনবল; জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন টিউবওয়েল মেকানিক ও জনবল; কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও জনবল; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের অধীন স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং জনবল; স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন পরিবার কল্যাণ পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারী এবং জনবল; প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সহকারী শিক্ষা কর্মকর্তা ও জনবল; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরেনারি ফিল্ড এসিসট্যান্ট এবং ফিল্ড অ্যাসিসট্যান্ট (কৃত্রিম প্রজনন) ও জনবল; সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী ও জনবল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আনসার ও ভিডিপি অধিদপ্তরের আওতাধীন ইউনিয়ন দলনেতা ও জনবল নিয়ে তাদের কার্যক্রম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের কক্ষে বসে পরিচালনা করতে হবে।
এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীন দপ্তরসমূহকে স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে।
এনএইচবি/এএস