ঢাকা-ওয়াশিংটন অংশীদারি সংলাপ রবিবার
ঢাকা-ওয়াশিংটন অংশীদারি সংলাপ আগামীকাল রবিবার (২০ মার্চ) অনুষ্ঠিত হচ্ছে। ঢাকায় অনুষ্ঠিত এ সংলাপে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সংলাপে নিরাপত্তা, র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, ইউক্রেন ইস্যু এবং সামরিক সহযোগিতার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তবে র্যাবের বিরুদ্ধে দেওয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে বেশি গুরুত্ব দিচ্ছে ঢাকা।
আগামী ৪ এপ্রিল ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ১৯৭২ সালের এই দিনে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল।
দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ওই বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া দুদেশের মধ্যে আরও বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের সফর বিনিময় হবে। সংলাপে যোগ দিতে শনিবার (১৯ মার্চ) ঢাকায় এসেছেন ভিক্টোরিয়া নুল্যান্ড। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ এশিয়ার ৩ দেশ বাংলাদেশ, ভারত ও শ্রীলংকা সফরের অংশ প্রথমে ঢাকায় এসেছেন পররাষ্ট্র দফতরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।
দক্ষিণ ও মধ্যএশিয়া বিষয়ক অ্যাসিসটেন্ট সেক্রেটারি ডোনাল্ড লু, প্রতিরক্ষা সম্পর্কিত ডেপুটি আন্ডার সেক্রেটারি অ্যামান্ডা ডরিও আছেন মার্কিন প্রতিনিধি দলে। সরকারের কর্মকর্তাদের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধি এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠক করবে প্রতিনিধি দলটি। যুক্তরাষ্ট্রের এ প্রতিনিধি দলটি বাংলাদেশের পর ভারত ও শ্রীলঙ্কায় যাবে।
প্রসঙ্গত, ২০১২ সালের ১৯ সেপ্টেম্বর ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম অংশীদারি সংলাপ অনুষ্ঠিত হয়। তারপর থেকে প্রতিবছর একবার ঢাকা, পরের বার ওয়াশিংটনে এই সংলাপের আয়োজন করা হয়। তবে করোনার কারণে গত দুই বছর এই সংলাপ অনুষ্ঠিত হয়নি।
সর্বশেষ ২০১৯ সালের জুন মাসে ঢাকায় অংশীদারি সংলাপ অনুষ্ঠিত হয়েছিল।
আরইউ/