ব্রাজিলে দাম বাড়ার কারণে যদি পদত্যাগ করতে হয় করতে পারি: বাণিজ্যমন্ত্রী
বিশ্ববাজারের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাজারে সোনালি মুরগির দাম বেড়েছে এজন্য পদত্যাগ করবেন কিনা জানতে চাইলে এর জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেখি আর কোন কোন মুরগির দাম বাড়ে, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। এখন ব্রাজিলে দাম বাড়ার কারণে যদি আমাকে পদত্যাগ করতে হয়, তাহলে কোনো সমস্যা নেই, করতে পারি, এর আগেও বলেছি।’
শুক্রবার (১৮ মার্চ) বিকালে রাজধানীর টিসিবি ভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন— বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান।
নিত্যপণ্যের ঊর্ধ্বমুখিতার কারণে রাজনৈতিক বিরোধীদল ও বিভিন্ন মহল থেকে আপনার পদত্যাগ দাবি করেছে এ বিষয়ে আপনার মন্তব্য কি জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, চাল দেখে খাদ্য মন্ত্রণালয়, পেঁয়াজ উৎপাদন দেখে কৃষি মন্ত্রণালয়, প্রত্যেকের ভাগ করে দেওয়া আছে। এখন সোনালি মুরগির দাম বেড়েছে, বলল-না? পদত্যাগ করব কিনা যোগ করেন মন্ত্রী।
এ সময় প্রশ্নকারীকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, দেখি আর কোন কোন মুরগির দাম বাড়ে, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। কি হবে না হবে। কথা হল প্রতিদিনই কিছু বাড়ছে, প্রতিদিনই কিছু কমছে। আপনারাতো সাংবাদিক, আপনারা এত জ্ঞানী, গ্লোবাল মার্কেটে অবস্থাটা কি দাঁড়িয়েছে এই মুহূর্তে গুগল সার্চ করে সয়াবিন তেলের দাম আর পাম তেলের দাম দেখেন না কেন? ব্রাজিলের দাম বাড়ার কারণে যদি আমাকে পদত্যাগ করতে হয়, তাহলে কোন সমস্যা নাই, করতে পারি, এর আগে বলেছি।
দাম বাড়ার ব্যাখা দিয়ে মন্ত্রী বলেন, হঠাৎ করে কেনাকাটা শুরু করলে দাম বাড়বে। মুরগির দাম যখন বাড়ে তখন কথা আসে, যখন পেঁয়াজের দাম বাড়ল প্লেনে করে পেঁয়াজ এনে খাইয়েছি। দাম কম হলে তখন বলে চাষিরা রাস্তায় ফেলে দিচ্ছে, দুই দিকেই তো সমস্যা। মুরগির দাম যখন কমে যাবে তখন বলবে ব্যবসা ছেড়ে দেব। এখন সয়াবিন তেল গ্লোবাল মার্কেটে দাম বাড়ছে। আগে যেখানে এক কন্টেইনার তেল আনতে খরচ হত ২ থেকে আড়াই হাজার ডলার। সেই খরচ এখন পৌঁছেছে ১০ হাজার ডলারে। এগুলোতো আমি কন্ট্রোল করতে পারব না। গ্লোবাল মার্কেটের প্রভাব পড়ছে আমাদের বাজারে।
দাম বাড়ানোর ব্যাখায় তিনি আরও বলেন, আমাদের মনটা কবে ভালো হবে? কবে আমরা সুযোগ নেওয়া বন্ধ করব। রমজান মাসে সারা পৃথিবীতে আমরা জানি এটা সংযমের মাস। নিয়ন্ত্রণ একটা ব্যাপার। আপনাদের (গণমাধ্যমের) দায়িত্ব আছে, চতুর্দিকে ধাক্কায়া এটাকে একটা জায়গায় নিয়ে আসা। আমরা সব পণ্য দেখি না। আমরা ১৭টা পণ্য নিয়ে কাজ করি।
গণমাধ্যমের প্রতি প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, পৃথিবী জুড়েই দেখি রমজান মাসে মানুষ দাম কমায় আমাদের দেশে এই মানসিকতা কেন। আবার রমজান মাস শুরু হওয়ার আগেই আমাদের সবার একটা মানসিকতা থাকে একবারে বেশি করে পণ্য কিনি, যার কারণে হঠাৎ করে সাপ্লাই চেইনে প্রভাব পড়ে যায়। আপনারা লেখালেখি করেন, যথেষ্ট পরিমাণে পণ্য আছে, হুড়োহুড়ি করে কিনবেন না।
এসএম/আরএ/