বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী কসোভো
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী ইউরোপের দেশ কসোভো। মূলত এই জনশক্তি দেশটির বেসরকারি খাতের জন্য প্রয়োজন। এজন্য সেখানকার ব্যবসায়ীরা একটি জয়েন্ট বিজনেস কাউন্সিল গঠনের অনুরোধ করেছেন।
জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভুঁইয়া সম্প্রতি কসোভো সফরে গেলে দেশটির ব্যবসায়ীরা এ আগ্রহের কথা জানান।
বৃহস্পতিবার (১৭ মার্চ) জার্মানির বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কসোভোতে দূতাবাস না থাকায় জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূতই সেখানে দায়িত্ব পালন করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রদূত ১৩ থেকে ১৬ মার্চ পর্যন্ত কসোভো সফর করেন। সফরকালে রাষ্ট্রদূত কসোভোর পররাষ্ট্রমন্ত্রী ডোনিকা গারভায়া শোয়ার্জ, অর্থমন্ত্রী আরতানে রিজভানোলি এবং শিল্পমন্ত্রী রোজেটা হাজদারির সঙ্গে বৈঠক করেন।
এছাড়া, প্রিস্টিনা বিশ্ববিদ্যালয়ের রেক্টর এবং শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন রাষ্ট্রদূত। পাশাপাশি দেশটির ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গেও সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত।
কসোভোর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকের উপর জোর দেন। এছাড়া ঢাকার কসোভো দূতাবাসে কনস্যুলার কার্যক্রম সম্প্রসারণেরও আহ্বান জানান তিনি।
রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কসোভোর প্রধানমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান। কসোভোর পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে ক্রমাগত সমর্থনের জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।
কসোভোর অর্থমন্ত্রী এবং শিল্পমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত হোম টেক্সটাইলস, তৈরি পোশাক শিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণসহ কয়েকটি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনার পাশাপাশি যৌথ বিজনেস কাউন্সিল, দ্বৈতকর পরিহার চুক্তি ও বিনিয়োগ প্রমোশন চুক্তির বিষয়ে জোর দেন।
আরইউ/আরএ/