শিশুদের জন্য সুন্দর ভবিষ্যৎ রেখে যেতে চান প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'আজকের শিশু আগামী দিনের কর্ণধার। তাই এই শিশুদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ে রেখে যেতে চাই। তার জন্য দীর্ঘ মেয়াদী পরিকল্পনাও দিয়ে গেলাম।'
বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে, ‘হৃদয়ে পিতৃভূমি’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস সফল হোক। এই শিশুর জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ে রেখে যেতে চাই। আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এই মর্যাদা ধরে রেখে আগামি দিনে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তুলব; এটাট হচ্ছে আমাদের অঙ্গীকার। আজকের শিশুরা হবে আগামী দিনের কর্ণধার।’
তিনি বলেন, ‘আমরা রূপকল্প ২০৪১ দিয়েছি। তা ছাড়া ২০৭১ সালে স্বাধীনতার শতবর্ষ উদযাপন করব আমরা। সেই সঙ্গে ২১০০ সাল পর্যন্ত এই বাংলাদেশ কিভাবে উন্নত হবে, সেই পরিকল্পনাও আমি প্রণয়ন করে দিয়ে গেছি। শিশুদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়, সুন্দর হয় সেই দিকে লক্ষ্য রেখেই আমাদের সকল কর্ম পরিকল্পনা।’
এ সময় কবি সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত ‘ছাড়পত্রের’ কয়েকটি লাইন পাঠ করে শোনান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘যতক্ষণ দেহে আছে প্রাণ। প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।’
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে আগামী ২১ মার্চ থেকে ২৬ মার্চ সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে মুজববর্ষ লোকজ মেলা আয়োজন করা হয়েছে। গ্রাম বাংলা নানা বৈচিত্র্যে ভরা এই বৈচিত্র্যময় সংস্কৃতিকে তুলে ধরতে এই মেলার আয়োজন বলে জানান প্রধানমন্ত্রী। ঐতিহ্যবাহী লোকজ শিল্প প্রদর্শনীসহ বঙ্গবন্ধু মুজিবকে নিয়ে নানা ধরণের আয়োজন থাকবে এই মেলায়। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ সাংস্কৃতিক প্রদর্শনী থাকবে।
এসএম/এমএমএ/