বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে সৌদি বিনিয়োগকারীরা আগ্রহী: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে সৌদি বিনিয়োগকারীরা আগ্রহ দেখাচ্ছেন। ইতিমধ্যে ২০টি সৌদি কোম্পানি বিনিয়োগ করেছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
বুধবার (১৬ মার্চ) সকালে রাজধানীর একটি হোটেলে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, সবুজায়ন বাড়াতে সৌদি আরব ৫০ বিলিয়ন গাছ রোপণ করতে চায়। এর মধ্যে ১০ বিলিয়ন সৌদি আরবে ও বাকি ৪০ বিলিয়ন বিশ্বের বিভিন্ন দেশে।
এসব গাছ লাগানো ও গাছের রক্ষণাবেক্ষণে সৌদি আরবকে চারা সরবরাহ ও বৃক্ষ শ্রমিক দিতে আগ্রহী বাংলাদেশ। এ বিষয়ে বৈঠকে আলাপ হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
বিশ্বে খাদ্য নিরাপত্তার বিষয়ে এক সঙ্গে কাজ করতে চায় দুই দেশ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়ে একসঙ্গে দুই দেশ কাজ করবে।
হজে হয়রানি কমাতে উদ্যোগ নিচ্ছে দুই দেশ, এমনটা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভিসা প্রক্রিয়ার সকল কার্যক্রম ঢাকায় রাখার প্রস্তুতিও শেষ পর্যায়ে।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে চান উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বহুপাক্ষিকতায় সমন্বয়ে এ সম্পর্ক আরও নিবিড় করতে একমত দুই দেশ। সৌদি কোম্পানিগুলো বড় ধরনের অংশীদারত্বের ব্যবসায়িক পথ উন্মুক্ত করতে মুখিয়ে আছে। আশা করা হচ্ছে, সামনের পথ চলা আরও মসৃণ ও বন্ধুত্বপূর্ণই থাকবে।
বিশ্ব পরিস্থিতি যাই হোক, তেল সরবরাহ স্থিতিশীল থাকবে, এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।
আরইউ/টিটি