৩ এনজিওকে আড়াই কোটি টাকা দিল জাপান
তিনটি বেসরকারি সংস্থাকে (এনজিও) আড়াই কোটি টাকা (৩,১৪,৬৩১ মার্কিন ডলার) অনুদান দিয়েছে জাপান। এনজিও তিনটি হলো— রিসার্চ ট্রেইনিং অ্যান্ড ম্যানেজমেন্ট ইন্টারন্যাশনাল (আরটিএমআই), কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং নওজোয়ান।
মঙ্গলবার (১৫ মার্চ) ঢাকার জাপান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে জাপান দূতাবাসে গ্রাস রুটস হিউম্যান সিকিউরিটি প্রকল্পের ‘অনুদান চুক্তিগুলো’ সই করেন।
সিলেট জেলায় ‘চিকিৎসা কেন্দ্রের গবেষণাগারের যন্ত্রপাতি (ক্লিনিক্যাল ল্যাব) স্থাপন’ প্রকল্পের জন্য রিসার্চ, ট্রেইনিং অ্যান্ড ম্যানেজমেন্ট ইন্টারন্যাশনালকে (আরটিএমআই) অনুদান হিসেবে ১ লাখ ২৭ হাজার ৪৪২ মার্কিন ডলার দেওয়া হয়। আরটিএমআই স্থানীয় জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা প্রদান করছে এবং সিলেট শহরে অবস্থিত হিউম্যান রিসোর্সেস ডেভলপম্যান্ট সেন্টারে স্বাস্থ্যসেবার অংশ হিসেবে একটি রোগ নির্ণয় কেন্দ্র প্রতিষ্ঠা করেছে।
আরটিএমআই জিজিএইচএসপির অর্থ সহায়তায় মেডিক্যাল অ্যান্ড হেলথ হিউম্যান রিসোর্সেস ডেভলপম্যান্ট সেন্টারে নিম্ন আয়ের মানুষের রোগ নির্ণয় এবং চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী করা এবং স্বাস্থ্য ও চিকিৎসা সেবায় নিয়োজিত পেশাজীবীদের মানব সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা পরিবেশ উন্নয়নের লক্ষ্যে চিকিৎসাকেন্দ্রের গবেষণাগারে যন্ত্রপাতি স্থাপন করবে।
হবিগঞ্জ জেলায় ‘সম্প্রদায় দক্ষতা উন্নয়ন কেন্দ্র নির্মাণ’ প্রকল্পের জন্য কমিউনিটি ইনিশিইয়েটিভ সোসাইটিকে (সিআইএস) অনুদান হিসেবে ৯২ হাজার ৪১ দিয়েছে জাপান। সিআইএস দুর্গত এলাকায় দুর্যোগ মোকাবিলা, স্বাস্থ্যঝুঁকি ব্যবস্থাপনা এবং দরিদ্র জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে কাজ করছে। সিআইএস, জিজিএইচএসপির অর্থ সহায়তায় সম্প্রদায় দক্ষ উন্নয়ন কেন্দ্রে নিম্ন আয়ের এবং সামাজিকভাবে ঝুঁকিগ্রস্ত তরুণ ও নারীদের পেশামূল্য প্রশিক্ষণ দেবে।
চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় ‘চিকিৎসা কেন্দ্র নির্মাণ’ প্রকল্পের জন্য ‘নওজোয়ান’কে অনুদান হিসেবে ৯৫ হাজার ১৪৮ মার্কিন ডলার দিয়েছে। নওজোয়ান প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল এবং পুনর্বাসনের কাজ করে যাচ্ছে তাদের ডিসএবিলিটি রিসোর্স সেন্টারে (ডিআরসি)। এছাড়া, নওজোয়ান বিভিন্ন আর্থিক ও সামাজিক উন্নয়ন কার্যক্রম (পরিবেশ, পানি ও পয়ঃনিষ্কাসন এবং শিক্ষা) বাস্তবায়ন করছে। নওজোয়ান, জিজিএইচএসপির অর্থ সহায়তায় চিকিৎসা কেন্দ্রের অবকাঠামো উন্নয়ন এবং পটিয়া উপজেলার সেবার মান উন্নয়ন করবে।
জাপান সরকার ১৯৮৯ সাল থেকে তৃণমূল পর্যায়ের মানুষের আর্থ-সামাজিক নিরাপত্তা উন্নয়নের জন্য গ্র্যান্ট অ্যাসিসট্যান্স ফর গ্র্যাস-রুটস হিউম্যান সিকিউরিটি প্রোজেক্টসের (জিজিএইচএসপি) মাধ্যমে ২০৭টি এনজিও প্রকল্পে অর্থায়ন করেছে। ইতোমধ্যে এই স্কিমের আওতায় বাংলাদেশ কর্মরত বিভিন্ন বেসরকারি সংস্থাকে সর্বমোট ১৬ দশমিক ১৪ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
আরইউ/আরএ/