অস্ট্রিয়া, কিরগিজ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন আন্তালিয়া কূটনীতি ফোরামে যোগদানের জন্য তুরস্ক সফরকালে অস্ট্রিয়া, কিরগিজ প্রজাতন্ত্র এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। রবিবার (১৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুওলুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ড. মোমেন রোহিঙ্গা সংকটের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পররাষ্ট্রমন্ত্রী মোমেন বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, তিনি শিগগিরই পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করবেন।
চলতি বছরের মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বাংলাদেশ সফরের জন্য দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে বলে দুই পররাষ্ট্রমন্ত্রী একমত হন।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শ্যালেনবার্গের সঙ্গে বৈঠক করেন। এসময় দুই মন্ত্রী দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী যৌথভাবে উদযাপনের বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশ ও অস্ট্রিয়ার প্রধানমন্ত্রীর মধ্যে গতমাসে টেলিফোনে বৈঠক হয়েছিল এবং দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন আন্তালিয়া কূটনীতি ফোরামের সাইডলাইনে কিরগিজ প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী রুসলান কাজাকবায়েভ আইতবায়েভিচের সঙ্গেও বৈঠক করেন। পররাষ্ট্রমন্ত্রী মোমেন দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনার কথা তুলে ধরেন এবং তার কিরগিজ সহকর্মীকে আশ্বস্ত করেন যে, বাংলাদেশ আগামী দিনে কিরগিজ প্রজাতন্ত্রের সঙ্গে একযোগে কাজ করতে ইচ্ছুক।
আরইউ/