আইপিএস-কোয়াডের বিষয়ে বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক সিদ্ধান্ত আশা করে চীন
আইপিএস, কোয়াডসহ এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিভিন্ন উদ্যোগের বিষয়ে বাংলাদেশ বুদ্ধিবৃত্তিক সিদ্ধান্ত নেবে বলে আশা করে চীন।
বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিমিং বলেন, কোয়াড সরাসরি চীনের বিরুদ্ধে করা। বাংলাদেশ কোয়াড ইস্যুতে বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নেবে বলে আশা করি।
রবিবার (১৩ মার্চ) রাজধানীর একটি হোটেলে ঢাকার চীনা দূতাবাস আয়োজিত 'স্প্রিং ডায়লগ উইথ চায়না' শীর্ষক অনুষ্ঠানে রাষ্ট্রদূত লি জিমিং একথা বলেন।
চতুর্ভুজীয় সুরক্ষা সংলাপ Quad, যেটি যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে একটি অনানুষ্ঠানিক কৌশলগত ফোরাম এবং এর সদস্য দেশগুলির মধ্যে শীর্ষ সম্মেলন, তথ্য আদান প্রদান ও সামরিক চুক্তি সম্পন্ন করে থাকে এটি। এটি মূলত একটি সামরিক জোট। আর আইপিএস বা ইন্দোপ্যাসিফিক স্ট্রাটেজি হলো যুক্তরাষ্ট্রের প্রণয়ন করা একটি কৌশল। এতে যোগ দেওয়ার মানে হলো দেশটির পাশে থাকবে বাংলাদেশ।
এর আগে ২০২১ সালের ২০ মে চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এ জোটকে চীনবিরোধী একটি ছোট গোষ্ঠী হিসেবে বিবেচনা করে বেইজিং। তাই চীন মনে করে, এতে যেকোনো ভাবে বাংলাদেশের অংশগ্রহণ ঢাকা-বেইজিং সম্পর্ককে ‘যথেষ্ট খারাপ’ করবে।
এ প্রসঙ্গে পরদিন ২১ মে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, এমনিতে চীন কখনো অন্যের বিষয়ে নাক গলায় না। আর এ রকম অ্যাগ্রেসিভ কখনো কাউকে বলতে শুনিনি। এটা খুবই দুঃখজনক। আমরা কী করব, না করব সেটা আরেকজন বড় করে বলছেন। দেশের মঙ্গলের জন্য যেটা প্রয়োজন, সেটাই আমরা করব। চীনের কাছ থেকে আমরা এ ব্যবহার আশা করিনি।
আরইউ/এসএন