বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১৪ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

ফ্লাইট বাতিল: সোমবার আসতে পারে হাদিসুরের মরদেহ

আবহাওয়াজনিত কারণে ফ্লাইট বাতিল হওয়ায় আজ নির্ধারিত সময়ে ঢাকায় আসছে না ইউক্রেনে রকেট হামলায় নিহত ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ। পরিবর্তিত ফ্লাইটে আগামীকাল দুপুরে  এ বাংলাদেশি নাবিকের মরদেহ আসবে বলে জানা গেছে। রবিবার (১৩ মার্চ) মার্চেন্ট মেরিন অ্যাসোসিয়শনের সেক্রেটারি ক্যাপ্টেন সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তুরস্কে ভারী তুষারপাতের কারণে হাদিসুরের মরদেহবাহী ইস্তাম্বুল থেকে ঢাকাগামী কার্গো ফ্লাইটটি বাতিল হয়। বাতিল হওয়া কার্গো ফ্লাইটের পরিবর্তে মরদেহ পরিবহনের জন্য তুরস্ক থেকে ঢাকাগামী যাত্রীবাহী ফ্লাইট বরাদ্ধ নেওয়া হয়েছে।

ক্যাপ্টেন সাখাওয়াত হোসেন ঢাকাপ্রকাশকে জানান, বৈরি আবহাওয়ার কারণে ইস্তাম্বুল থেকে ঢাকাগামী টার্কিশ এয়ারের ফ্লাইট নম্বর টি কে ১০৪৬ বাতিল করা হয়েছে। পরিবর্তিত ০৭২২ ফ্লাইটে আগামীকাল দুপুর ১২টায় আসছে হাদিসুর রহমানের মরদেহ।

এর আগে, শুক্রবার রাত ১২টার দিকে হাদিসুরের মরদেহ রোমানিয়ার বুখারেস্ট বিমানবন্দরে পৌঁছায়। মরদেহ ফেরানোর জন্য এরই মধ্যে পরিবারের সম্মতিপত্র হাতে পেয়েছে রোমানিয়ার বাংলাদেশ দূতাবাস।

গত ২ মার্চ ইউক্রেনে বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিট বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’-তে রকেট হামলা হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। হামলায় জাহাজের ব্রিজ ধ্বংস হয়ে যায়। নিহত হন জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান।

এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের চেষ্টায় ওই জাহাজের বাকি ২৮ নাবিক গত ৯ মার্চ দেশে ফিরলেও আসেনি নিহত হাদিসুরের মরদেহ। বিমানবন্দরে ভাইয়ের লাশ না পেয়ে কান্নায় ভেঙে পড়েন হাদিসুরের ভাই-মাসহ স্বজনরা।

ওই সময় জানানো হয় হাদিসুরের মরদেহ আসতে সময় লাগবে আরো কয়েকদিন। সবশেষ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেনের বাংকার থেকে শুক্রবার মলদোভায় নিয়ে যাওয়া হয়েছে। মরদেহ শনিবার সকাল নাগাদ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছেছে। সেখানে কিছু দাপ্তরিক কাজ শেষে আজ ঢাকার পথে রওনা দেবে হাদিসুরের মরদেহবাহী বিমান।

হাদিসুরের গ্রামের বাড়ি বরগুনার বেতাগীতে। তুরস্ক থেকে রওনা হয়ে গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দর জলসীমায় নোঙর ফেলে জাহাজটি। গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে যুদ্ধ শুরু হলে অলভিয়া বন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত হয়ে যায়। জাহাজটি ২৯ জন নাবিক ও ক্রু নিয়ে সেখানেই নোঙর করা অবস্থায় আটকা পড়ে। আর সেখানেই রকেট হামলা হলে নিহত হন হাদিসুর।

কেএম/এসএ/

Header Ad
Header Ad

ভোরে ৪ থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা, এসআই-কনস্টেবল বরখাস্ত

ছবিঃ সংগৃহীত

ভোরে রাজধানীর চারটি থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর মিরপুর, দারুসসালাম, আদাবর ও মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন তিনি। এ সময় দায়িত্বে অবহেলা করায় গুলশান থানার এক উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোরের দিকে দায়িত্বে শিথিলতা দেখায়। এ সুযোগে সন্ত্রাসী ও অপরাধীরা নানারকম অপরাধমূলক কর্মকাণ্ড করার চেষ্টা করে। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি, তারা যেন এ সময়েও সজাগ ও সতর্ক থাকে। গুলশান থানায় দায়িত্বে অবহেলা করায় একজন এসআই ও একজন কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে।

তিনি বলেন, জনগণ যেন নির্বিঘ্নে ঘুমাতে পারেন ও নির্ভয়ে চলাফেরা করতে পারেন, আইনশৃঙ্খলা বাহিনীকে সেটা নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ফোর্স ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, তাদের আইনের আওতায় আনা হবে।

চলমান যৌথ অভিযান আর কতদিন চলবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পরিস্থিতির উন্নতি হলে যৌথ অভিযান বন্ধ করা হবে। তবে অন্যান্য অভিযান চলমান থাকবে। তিনি আরও জানান, গতকাল গুলশান থানায় দায়িত্বে অবহেলা করায় একজন এসআই ও একজন কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে।

এর আগে উপদেষ্টা তার বারিধারাস্থ ডিওএইচএস এর বাসা থেকে বের হয়ে ইসিবি চত্বর, কালশী, পল্লবী, মিরপুর-১০ হয়ে মিরপুর থানায় পৌঁছান। পরিদর্শন শেষে সেখান থেকে মিরপুর-১ হয়ে দারুসসালাম থানায় যান। দারুসসালাম থানা থেকে টেকনিক্যাল মোড়, শ্যামলী হয়ে আদাবর থানা পরিদর্শন করেন। পরবর্তীতে সেখান থেকে মোহাম্মদপুর থানায় যান। মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে ধানমন্ডি ২৭, সংসদ ভবন, বিজয় সরণি, মহাখালী, বনানী হয়ে বারিধারার বাসায় ফিরে আসেন।

থানাসমূহ পরিদর্শনকালে উপদেষ্টা থানার অভ্যর্থনা কক্ষ, হাজতখানা-সহ আনুষঙ্গিক স্থাপনা ঘুরে দেখেন। তিনি ডিউটি অফিসার-সহ কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরও তৎপর হওয়ার নির্দেশ দেন।

Header Ad
Header Ad

মিঠাপুকুরে তিন পেট্রোল পাম্পকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

ছবিঃ ঢাকাপ্রকাশ

রংপুরের মিঠাপুকুরে ডিজেল, পেট্রোল ও অকটেন মাপে কম দিয়ে ক্রেতাদের ঠকানোর অভিযোগে তিন পেট্রোল পাম্পকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের সহযোগিতায় মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারী) উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও দাহ্য পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়।

ইউএনও বিকাশ চন্দ্র বর্মণ জানান, মাপে কম দিয়ে ক্রেতাদের ঠকানোর অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মিঠাপুকুরের গড়ের মাথায় হাসনা পাম্প ফিলিং স্টেশনে ২০ হাজার, মোসলেম বাজার এলাকার রওশন ফিলিং স্টেশনে ৫০ হাজার ও শুকরারহাট এলাকার মন্ডল ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। প্রত্যেকটি পাম্পে তেল কম দেওয়ার প্রমাণ পাওয়ায় পাম্প মালিককে এই জরিমানা করা হয়েছে।

Header Ad
Header Ad

হার নিয়েই নতুন অধ্যায় শুরু বাংলাদেশের নারী ফুটবলে

ছবিঃ সংগৃহীত

বৃটিশ কোচ বাটলারকাণ্ডে বিদ্রোহ করা প্রথম সারির খেলোয়াড় ছাড়াই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজে প্রথম ম্যাচ ১-৩ গোলে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ আজই প্রথম আনুষ্ঠানিক ম্যাচ খেলেছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাত ফুটবল এসোসিয়েশন পিচ-এ অনুষ্ঠিত ম্যাচে আফঈদা খাতুনের দল ১৬ ধাপ এগিয়ে থাকা স্বাগতিকদের কাছে হারে শুরু হলো সফর।

এই ম্যাচে সাবিনা-সানজিদারা না থাকলেও ইউএই ফুটবল অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ১৬ ধাপ এগিয়ে থাকা আরব আমিরাতের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ঢংয়ে খেলতে থাকে বাংলাদেশ। তবে উচ্চতা আর ফিটনেসে পিছিয়ে থাকায় ডি-বক্সের সামনে বেগ পেতে হয়। ১৮ মিনিটে এলিজাবেথের গোলে লিড নিয়ে নেয় আরব আমিরাত। ২ মিনিট পর আইরিনের শট পোস্টে লেগে ফিরলে সমতায় ফেরার সুযোগ হারায় বাংলাদেশ।

তবে, ২৮ মিনিটে জর্জিয়ার গোলে ব্যবধান ২-০ করে স্বাগতিকরা। যদিও ৩৪ মিনিটে পেনাল্টি থেকে ১ গোল শোধ করেন অধিনায়ক আফঈদা। দ্বিতীয়ার্ধের শুরুতে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি সুলতানা-রিপারা। উল্টো ৭৪ মিনিটে নিজের জোড় গোল পূরণের পাশাপাশি লিড ৩-১ করেন জর্জিয়া।

এরপর আরও সুযোগ তৈরি করেছিল পিটার বাটলারের বাংলাদেশ নারী ফুটবল দল। কিন্তু গোলের দেখা পায়নি। হালিমার মিসের পর রিপার শট ক্রসবারের উপর দিয়ে গেলে হতাশ হতে হয় সফরকারীদের। শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে ডি-বক্সে জটলার মধ্যে বল পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। হার নিয়ে মাঠ ছাড়ে নতুন ও কম পরিচিত লাল-সবুজের প্রতিনিধি দল। 

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ভোরে ৪ থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা, এসআই-কনস্টেবল বরখাস্ত
মিঠাপুকুরে তিন পেট্রোল পাম্পকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা
হার নিয়েই নতুন অধ্যায় শুরু বাংলাদেশের নারী ফুটবলে
৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট
মধুর ক্যান্টিনে হামলায় আহতদের খোঁজ নিতে হাসপাতালে ছাত্রদল নেতাকর্মীরা
হাঁসের মাংস ও রুটি খেয়ে ১২ জন অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন
ক্যাম্প শুরুর আগেই বাদ ৮ ফুটবলার, ১৮ মার্চ ঢাকায় যোগ দেবেন হামজা
শিবিরের গুপ্ত রাজনীতির কারণে অসংখ্য শিক্ষার্থী নির্যাতিত হয়েছে: ছাত্রদল সভাপতি
ছাত্রদের নতুন সংগঠনের মারামারিতে ২ সমন্বয়ক হাসপাতালে
নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে আছে যারা
নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছি: দুদক চেয়ারম্যান
নতুন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম
মির্জা ফখরুলের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক
ডেভিল হান্টে বড় অপরাধীদের ধরার আহ্বান জয়নুল আবদিনের
প্রথম প্রেমিককে প্রাক্তন মনে করি না, সে আমার শত্রু: প্রভা
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের নতুন নির্দেশনা
ডাকসু নির্বাচন করতে চাই, এতে কোনো সন্দেহ নেই: ঢাবি ভিসি
নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ ঘিরে পদবঞ্চিতদের বিক্ষোভ, উত্তাল ঢাবি
টাঙ্গাইলে ক্ষুদে শিশুদের পুতুল নাচে মুগ্ধ দর্শক
নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ, নাম ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’