বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১৪ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

জঙ্গি দমনে বাংলাদেশ বিশ্বে প্রশংসনীয়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে সারাদেশের মানুষ জঙ্গিদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। এর অংশ হিসেবে মা তার জঙ্গি সন্তানকে পুলিশের হাতে তুলে দিয়ে উদাহরণ সৃষ্টি করেছেন। আজ জঙ্গি দমনে বাংলাদেশের কর্মকতৎপরতার প্রশংসা করে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

‘বাংলাদেশে মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসের ২০০০ দিন’ শিরোনামে শ্বেতপত্র প্রকাশ করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। শনিবার (১২ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে এটি প্রকাশ করা হয়। এ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

হেফাজতে ইসলামের দেশব্যাপী নাশকতা, বাংলাদেশের কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ও সংস্কারের উদ্যোগ, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ও বিস্তার, গুলশান হলি আর্টিজানের জঙ্গি হামলা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সফলতা, রোহিঙ্গা শিবিরে জঙ্গি সন্ত্রাসী কর্মকাণ্ড, সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গি তৎপরতা, ওয়াজের মাধ্যমে সাম্প্রদায়িক সন্ত্রাস ও জঙ্গিবাদের বিস্তারের ওপর এই শ্বেতপত্র প্রকাশ করা হয়। শ্বেতপত্রে মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাস নির্মূলে তিন মেয়াদী সুপারিশ করা হয়েছে। এর মধ্যে ২৭ দফা আশু করণীয়, ২৩ দফা মধ্যমেয়াদী ও ৯ দফা দীর্ঘ মেয়াদী সুপারিশ রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘জঙ্গিবাদ কোনো ধর্মের আদর্শ হতে পারে না। জঙ্গিরা দেশকে অস্থিতিশীল করার জন্য বেছে বেছে সংখ্যালঘু থেকে শুরু করে বিদেশি নাগরিকদের হত্যা করেছে। আমরা অনেক জঙ্গিকে গ্রেপ্তার করেছি। আমাদের কার্যক্রম এখনও অব্যাহত আছে। যে বা যারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করুক না কেন আমরা তাদের কাউকেই ছাড় দেব না।’

মন্ত্রী বলেন, ‘মন্ত্রী আরও বলেন, ‘শ্বেতপত্র প্রকাশনার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, নির্মূল কমিটি যদি শ্বেতপত্র না করত তাহলে আমরা অন্ধকারেই থেকে যেতাম। শাহরিয়ার কবিরের উদ্যোগের জন্য আমরা দেশ-বিদেশ থেকে তার প্রশংসার কথা শুনতে পাই। এজন্য আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই।’

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন-এর সদস্য রাজনীতিবিদ রাশেদ খান মেনন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ-এর সভাপতিমণ্ডলীর সদস্য সমাজকর্মী কাজল দেবনাথ, নির্মূল কমিটির সহসভাপতি ও গণকমিশনের সদস্য শিক্ষাবিদ শহিদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, রিজিওনাল এন্টি টেররিস্ট রিসার্চ ইন্সটিটিউট-এর নির্বাহী পরিচালক ও মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন-এর সদস্য মেজর জেনারেল এ কে মোহাম্মাদ আলী শিকদার (অব.) এবং বাংলাদেশ নারী প্রগতি সংঘ-এর নির্বাহী পরিচালক সমাজকর্মী বীর মুক্তিযোদ্ধা রোকেয়া কবীর।

এ ছাড়াও নির্মূল কমিটির নেতা-কর্মী, গণকমিশন সদস্যবৃন্দ এবং গণকমিশনের সচিবালয়ের অন্যান্য সদস্য উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে নির্মূল কমিটির সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির বলেন, ‘মাঠপর্যায়ে জঙ্গিদমনের ক্ষেত্রে বাংলাদেশ দৃষ্টান্তমূলক সাফল্য প্রদর্শন করলেও জঙ্গি মৌলবাদের রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবিলা করার কোনো সরকারি উদ্যোগ দৃশ্যমান নয়। যেহেতু এই সন্ত্রাস হচ্ছে ধর্মের নামে এবং নির্দিষ্ট একটি আদর্শকে ঢাল হিসেবে ব্যবহার করে সেহেতেু জঙ্গি মৌলবাদকে আদর্শিকভাবে মোকাবিলা করার জন্য বঙ্গবন্ধুর ধর্মনিরপেক্ষ মানবতার আদর্শের আলোকে আমাদের শিক্ষানীতি ও সংস্কৃতিনীতি প্রণয়ন করতে হবে। ’৭২- এর সংবিধানে বঙ্গবন্ধু ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করেছিলেন। ধর্মের নামে রাজনীতি থাকলে ভিন্নধর্ম, ভিন্নমত ও ভিন্নজীবনধারার অনুসারী মানুষরা বারবার আক্রান্ত হবে, সমাজে উগ্রতা ও সন্ত্রাস বৃদ্ধি পাবে, আমাদের আর্থ-সামাজিক উন্নয়ন ব্যহত হবে এবং জাতীয় নিরাপত্তাও হুমকির মুখে পড়বে।’

শাহরিয়ার কবির আরও বলেন, ‘প্রশাসনের দায়িত্বহীনতার কারণে বহু ক্ষেত্রে সাম্প্রদায়িক সন্ত্রাসের ভুক্তভোগীকে মামলায় আসামি করা হচ্ছে। আমাদের শ্বেতপত্রে ঝুমন দাস, রসরাজ বর্মনসহ সাম্প্রদায়িক সন্ত্রাসের শিকার এ ধরনের ভুক্তভোগীদের প্রতি প্রশাসনের অমানবিক আচরণের বিবরণ রয়েছে, যারা বছরের পর বছর মামলার হাজিরা দিতে গিয়ে সর্বশান্ত হয়ে গিয়েছে। আমরা অবিলম্বে এসব মামলা প্রত্যাহার এবং সাম্প্রদায়িক হামলার ভুক্তভোগীদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি।’

 শাহরিয়ার কবির বলেন, ‘আমাদের দীর্ঘদিনের দাবির কারণে ২০১৮ সালের নির্বাচনের আগে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে সাম্প্রদায়িক সন্ত্রাসের ভুক্তভোগীদের ন্যায়বিচার ও অপরাধীদের শাস্তির পাশাপাশি সাম্প্রদায়িকতা মোকাবিলার জন্য ‘জাতীয় সংখ্যালঘু কমিশন’ গঠন ও ‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ প্রণয়নের অঙ্গীকার ছিল। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, তিন বছর অতিক্রান্ত হওয়ার পরও আওয়ামী লীগের এই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়িত হয়নি। আমরা আবারও ‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ কার্যকর এবং বিচারিক ক্ষমতাসহ ‘জাতীয় সংখ্যালঘু কমিশন’ গঠনের দাবি জানাচ্ছি। আমাদের শ্বেতপত্রে সরকার ও নাগরিক সমাজের জন্য যেসব সুপারিশ করা হয়েছে, এগুলো বাস্তবায়িত হলে নিশ্চিতভাবে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে পারব।’

এমএ/টিটি

 

Header Ad
Header Ad

মিঠাপুকুরে তিন পেট্রোল পাম্পকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

ছবিঃ ঢাকাপ্রকাশ

রংপুরের মিঠাপুকুরে ডিজেল, পেট্রোল ও অকটেন মাপে কম দিয়ে ক্রেতাদের ঠকানোর অভিযোগে তিন পেট্রোল পাম্পকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের সহযোগিতায় মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারী) উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও দাহ্য পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়।

ইউএনও বিকাশ চন্দ্র বর্মণ জানান, মাপে কম দিয়ে ক্রেতাদের ঠকানোর অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মিঠাপুকুরের গড়ের মাথায় হাসনা পাম্প ফিলিং স্টেশনে ২০ হাজার, মোসলেম বাজার এলাকার রওশন ফিলিং স্টেশনে ৫০ হাজার ও শুকরারহাট এলাকার মন্ডল ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। প্রত্যেকটি পাম্পে তেল কম দেওয়ার প্রমাণ পাওয়ায় পাম্প মালিককে এই জরিমানা করা হয়েছে।

Header Ad
Header Ad

হার নিয়েই নতুন অধ্যায় শুরু বাংলাদেশের নারী ফুটবলে

ছবিঃ সংগৃহীত

বৃটিশ কোচ বাটলারকাণ্ডে বিদ্রোহ করা প্রথম সারির খেলোয়াড় ছাড়াই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজে প্রথম ম্যাচ ১-৩ গোলে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ আজই প্রথম আনুষ্ঠানিক ম্যাচ খেলেছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাত ফুটবল এসোসিয়েশন পিচ-এ অনুষ্ঠিত ম্যাচে আফঈদা খাতুনের দল ১৬ ধাপ এগিয়ে থাকা স্বাগতিকদের কাছে হারে শুরু হলো সফর।

এই ম্যাচে সাবিনা-সানজিদারা না থাকলেও ইউএই ফুটবল অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ১৬ ধাপ এগিয়ে থাকা আরব আমিরাতের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ঢংয়ে খেলতে থাকে বাংলাদেশ। তবে উচ্চতা আর ফিটনেসে পিছিয়ে থাকায় ডি-বক্সের সামনে বেগ পেতে হয়। ১৮ মিনিটে এলিজাবেথের গোলে লিড নিয়ে নেয় আরব আমিরাত। ২ মিনিট পর আইরিনের শট পোস্টে লেগে ফিরলে সমতায় ফেরার সুযোগ হারায় বাংলাদেশ।

তবে, ২৮ মিনিটে জর্জিয়ার গোলে ব্যবধান ২-০ করে স্বাগতিকরা। যদিও ৩৪ মিনিটে পেনাল্টি থেকে ১ গোল শোধ করেন অধিনায়ক আফঈদা। দ্বিতীয়ার্ধের শুরুতে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি সুলতানা-রিপারা। উল্টো ৭৪ মিনিটে নিজের জোড় গোল পূরণের পাশাপাশি লিড ৩-১ করেন জর্জিয়া।

এরপর আরও সুযোগ তৈরি করেছিল পিটার বাটলারের বাংলাদেশ নারী ফুটবল দল। কিন্তু গোলের দেখা পায়নি। হালিমার মিসের পর রিপার শট ক্রসবারের উপর দিয়ে গেলে হতাশ হতে হয় সফরকারীদের। শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে ডি-বক্সে জটলার মধ্যে বল পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। হার নিয়ে মাঠ ছাড়ে নতুন ও কম পরিচিত লাল-সবুজের প্রতিনিধি দল। 

 

Header Ad
Header Ad

৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

ছবিঃ সংগৃহীত

মধ্যরাতে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিক কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একই সাথে বাংলাদেশের সীমান্তঘেঁষা উত্তর পূর্বাঞ্চলীয় ভারতীয় রাজ্য আসামে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এ কম্পণের মাত্রা ছিল ৫।

বুধবার দিবাগত রাত ২ টা ২৫ মিনিটে এ ভূমিকম্প হয় বলে এক বার্তায় জানিয়েছে ভারতের জাতীয় ভূকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)। বার্তায় বলা হয়েছে, আসামের মরিগাঁও জেলায় ভূপৃষ্ঠের ১৬ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল।

ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির কোনো তথ্য পাওয়া যায়নি।

ভৌগলিক কারণে আসাম ভূমিকম্পপ্রবণ এলাকা। ভারতের এই উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যটিকে ‘সিসিমিক জোন ফাইভ’-এর অন্তর্ভুক্ত করেছে, এর অর্থ উচ্চঝুঁকিপূর্ণ এলাকা।

আগের দিন মঙ্গলবার সকাল ৬ টা ১০ মিনিটে বঙ্গোপসাগরের তলদেশে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছিল। সেই ভূকম্পের কম্পণ অনুভূত হয়েছিল পশ্চিম বঙ্গ ও বাংলাদেশেও।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মিঠাপুকুরে তিন পেট্রোল পাম্পকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা
হার নিয়েই নতুন অধ্যায় শুরু বাংলাদেশের নারী ফুটবলে
৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট
মধুর ক্যান্টিনে হামলায় আহতদের খোঁজ নিতে হাসপাতালে ছাত্রদল নেতাকর্মীরা
হাঁসের মাংস ও রুটি খেয়ে ১২ জন অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন
ক্যাম্প শুরুর আগেই বাদ ৮ ফুটবলার, ১৮ মার্চ ঢাকায় যোগ দেবেন হামজা
শিবিরের গুপ্ত রাজনীতির কারণে অসংখ্য শিক্ষার্থী নির্যাতিত হয়েছে: ছাত্রদল সভাপতি
ছাত্রদের নতুন সংগঠনের মারামারিতে ২ সমন্বয়ক হাসপাতালে
নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে আছে যারা
নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছি: দুদক চেয়ারম্যান
নতুন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম
মির্জা ফখরুলের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক
ডেভিল হান্টে বড় অপরাধীদের ধরার আহ্বান জয়নুল আবদিনের
প্রথম প্রেমিককে প্রাক্তন মনে করি না, সে আমার শত্রু: প্রভা
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের নতুন নির্দেশনা
ডাকসু নির্বাচন করতে চাই, এতে কোনো সন্দেহ নেই: ঢাবি ভিসি
নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ ঘিরে পদবঞ্চিতদের বিক্ষোভ, উত্তাল ঢাবি
টাঙ্গাইলে ক্ষুদে শিশুদের পুতুল নাচে মুগ্ধ দর্শক
নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ, নাম ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’
চেষ্টা সত্ত্বেও কিছু ব্যাংক রক্ষা করা সম্ভব নয়: গভর্নর ড. আহসান এইচ মনসুর