ধরা পড়া অনেক জঙ্গি এখন জামিনে মুক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
মৌলবাদৗ সাম্প্রদায়িক সন্ত্রাস সম্পর্কে শ্বেতপত্র প্রকাশ করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
শনিবার (১২ মার্চ) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এটি প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশনের সদস্য রাশেদ খান মেননের দেওয়া বক্তব্যের জবাবে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘বিচার বিভাগ কিন্তু এখন স্বাধীন। আমরা অনেক জঙ্গিকে ধরে দিয়েছি। অনেক জঙ্গি কিন্তু আজ জামিনে মুক্ত।’
বক্তব্যে সংসদ সদস্য আসাদুজ্জামান খান বলেন, ‘জঙ্গিবাদ কোন ধর্মের আদর্শ নয়। অনুষ্ঠানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথের বক্তব্যের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন-এই সন্ত্রাসী, এই জঙ্গিরা সংখ্যালঘু। হিন্দুরা নয়।’
বাংলাদেশে মৌলবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির মুখোশ উন্মোচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে গত ২০২১ সালের ২২ মার্চ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এবং জাতীয় সংসদের আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক ককাসের যৌথ উদ্যোগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বে ‘মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন’ গঠিত হয়। কমিশন নয় মাস তদন্ত করে ‘বাংলাদেশে মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসের ২০০০ দিন’ শিরোনামে দুই খণ্ডে একটি শ্বেতপত্র প্রণয়ন করেছে।
এতে ২০১৬ সালের পয়লা জুলাই রাজধানীর গুলশানের হলি আর্টিজান হামলা থেকে শুরু করে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনাবলী এবং গত চার বছরে রোহিঙ্গা শিবিরে অপরাধ ও জঙ্গি কার্যক্রম পর্যালোচনা করা হয়েছে। আলোচনা করা হয়েছে সারাদেশে ওয়াজের মাধ্যমে ওয়াজকারীরা কীভাবে সাধারণ ধর্মভীরু মানুষকে হিংসা-বিদ্বেষ ও জঙ্গিবাদে উৎসাহিত করছেন।
বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গিবাদের কার্যক্রম যে হারে বৃদ্ধি পেয়েছে সে বিষয়েও শ্বেতপত্রে বিস্তারিত আলোচনা করা হয়েছে। শ্বেতপত্রে যেসব বিষয়ে আলোচনা করা হয়েছে তার উপর বিশেষজ্ঞের মতামত, সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী কার্যক্রমের ভুক্তভোগীদের জবানবন্দী এবং এ বিষয়ে সরকার ও নাগরিক সমাজের করণীয় সম্পর্কেও আলোচনা করা হয়েছে।
নির্মূল কমিটির সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবিরের সভাপতিত্বে শ্বেতপত্র প্রকাশ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশনের সদস্য রাশেদ খান মেনন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ, রিজিওনাল এন্টি টেররিস্ট রিসার্চ ইন্সটিটিউট-এর নির্বাহী পরিচালক ও মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশনের সদস্য মেজর জেনারেল এ কে মোহাম্মাদ আলী শিকদার (অব.)।
এমএ/এমএমএ/