এফএও’র ঢাকা সম্মেলনে
হঠাৎ উত্তাপ ছড়ালো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ৩৬তম এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনে হঠাৎ উত্তাপ ছড়িয়েছে জাপান, রাশিয়া ও চীন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ নিয়েই জাপানের বক্তব্যের তীব্র প্রতিবাদ করেছে রাশিয়া। একই সঙ্গে চীনও প্রতিবাদ করেছে।
এফএও সম্মেলনের শেষ দিনে শুক্রবার (১১ মার্চ) বিকেলে প্ল্যানারি সেশনে মন্ত্রী পর্যায়ের বৈঠকে জাপানের প্রতিনিধি ভাইস মিনিস্টার তার বক্তব্যে হঠাৎ করেই প্রশ্ন তুলেন রাশিযা যেভাবে ইউক্রেনে আক্রমণ করেছে এটা খুব দুঃখজনক। এজন্য রাশিয়াকে নিন্দা জানানো উচিত।
কিন্তু সবার ধারণার বাইরে রাশিয়া ভার্চ্যুয়ালি সম্মেলনে যোগ দিয়ে জাপানের এই বক্তব্যের জোরালো প্রতিবাদ করে। রাশিয়া এফএও এর এই আঞ্চলিক সম্মেলনটি ফলো করছিল।
রাশিয়ার প্রতিনিধি বলেন, এটা নিয়ে আলোচনার করার জন্য সিকিউরিটি কাউন্সিল আছে, জাতিসংঘ আছে। সেখানে আলোচনা হবে। কৃষি ও খাদ্য বিষয়ক এই ফোরামে যুদ্ধের আলোচনা হলো কেন? প্রশ্ন তুলে রাশিয়া।
রাশিয়া প্রতিনিধি বলেন, এটা হচ্ছে খাদ্য নিরাপত্তার উপর আলোচনা ফোরাম। এখানে এ নিয়ে কেন আলোচনা হবে? এবং এটা কেন করা হচ্ছে?
রাশিয়ার প্রতিনিধির এই বক্তব্যকে সমর্থন করে চীনও প্রতিবাদ জানায় জাপানের বক্তব্যের । সম্মেলনে অংশ নেওয়া চীনের প্রতিনিধিও বলেন, এটি যুদ্ধ নিয়ে আলোচনার ফোরাম নয়।
সম্মেলনের শেষ দিনে নির্ধারিত সংবাদ সম্মেলনে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক জানান, অনির্ধারিত আলোচনায় জাপান ও রাশিয়ার প্রতিনিধিরা চলমান যুদ্ধ নিয়ে কথা বলেন।
সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম ও খাদ্যসচিব মোছাম্মৎ নাজমানারা খানুম উপস্থিত ছিলেন।
এনএইচবি/