ইউক্রেন-ফেরত ২৮ নাবিক এখন পরিবারের কাছে
ইউক্রেনের অলভিরা সমুদ্রবন্দরে হামলার শিকার ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের ২৮ নাবিক দেশে ফেরত আনা হয়েছে। শুধু এ ঘটনায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ আনা সম্ভব হয়নি। তবে সরকারের বিভিন্ন মহুল তার মরদেহ আনতে কাজ করছে বলে জানা গেছে।
জানা গেছে, ফেরত আসা নাবিকরা এখন তাদের পরিবারের কাছে আছেন। বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এর একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন। ওই সূত্রটি জানায়, ইতিমধ্যে ১২ থেকে ১৫ নাবিককে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে তাদের বাসায় পৌঁছে দিয়েছেন।
এ ছাড়া নাবিকেরা তাদের পরিবারের কাছে চলে গেছেন বলে জানিয়েছেন ইঞ্জিনিয়ারদের একটি সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসারস অ্যাসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. গোলাম জিলানি।
মো. গোলাম জিলানি ঢাকাপ্রকাশকে বলেন, ‘আমি ২৮ নাবিকের মধ্যে বেশ কয়েকজনের খোঁজ খবর নিয়েছি। এর মধ্যে ১২ জন তাদের গন্তব্যে পৌঁছে গেছেন। তবে বাকিরা ঢাকা এবং আশপাশে যাদের বাড়ি, তারা সেখানে রয়েছেন বলে জানতে পেরেছি।’
তিনি আরও বলেন, ‘আমি জানতে পেরেছি, এরমধ্যে ১২ জন নাবিক চট্টগ্রামে পৌঁছে গেছেন। তা ছাড়া ঢাকায় কয়েকজন রয়েছেন।’
২৮ নাবিকদের হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে কি না জানতে চাইলে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিউটিরত কর্মকর্তা এএসপি নব কুমার বিশ্বাস ঢাকাপ্রকাশকে বলেন, ‘নাবিকদের কাউকে কোয়ারেন্টাইনে রাখা হয়নি। তাদের পরিবারের উদ্দেশ্যে এখান থেকে বের করা হয়েছে। তবে তারা এখন কোথায় সেটা আমরা জানি না।’
কেএম/এসএ/