ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্কে মুক্তিযুদ্ধ মন্ত্রী
স্বাধীনতা বিরোধীদের সন্তানদের সরকারি চাকরি না দেওয়ার নজির রয়েছে
স্বাধীনতা দিবস বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিজয়ী দলের বিতার্কিকদের ট্রফি প্রদান করছেন আ.ক.ম. মোজাম্মেল হক ও হাসান আহমেদ চৌধুরী কিরণ।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক জানিয়েছেন, ‘দেশে যুদ্ধাপরাধীদের নতুন তালিকা প্রণয়ন করা হচ্ছে না। তবে ক্ষতিগ্রস্ত কেউ আদালতের দারস্থ হতে পারে। রাজাকারের সন্তানেরা রাষ্ট্রীয় সুবিধা বা সরকারি চাকুরি পাবে না, এ মুহূর্তে এমন কোন আইন দেশে নাই। জনগণ চাইলে ভবিষ্যতে এ বিষয়ে চিন্তা ভাবনা করা হবে। পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধাপরাধী বা স্বাধীনতা বিরোধীদের সন্তানদের সরকারি চাকুরী ও সুযোগ সুবিধা থেকে বিরত রাখার নজির রয়েছে।’
বুধবার (৯ মার্চ) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত স্বাধীনতা দিবস বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘নারীমুক্তি, নারীর ক্ষমতায়ন, ধর্ম ব্যবসায়ীদের প্রতিহত করাসহ দুর্নীতিকে রুখে দেওয়া আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। অপরাধীকে সর্বক্ষেত্রেই দলীয় পরিচয়ের উর্ধ্বে উঠে অপরাধী হিসেবে দেখতে হবে। কেবল রাজনৈতিক স্বাধীনতাই একটি জাতিকে প্রকৃত মুক্তি দিতে পারে না, তার সাথে অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি স্বাধীনতাকে পরিপূর্ণ অর্থবহ করতে পারে। স্বাধীনতা অর্থহীন হবে যদি মানুষের অর্থনীতি মুক্তি না হয়।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘গণতন্ত্রের সূচকে যখন আমরা পিছিয়ে থাকি, সুশাসনে প্রশ্নবিদ্ধ, গ্রহণযোগ্য নির্বাচনের ঘাটতি, দুর্নীতির সূচকে খারাপ অবস্থান, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি, রাজনৈতিক প্রতিহিংসা বিদ্যমান, এমন অবস্থা দেখে মনে হয় স্বাধীনতার স্বপ্ন পূরণে আমরা সঠিক পথে নেই।’
তিনি বলেন, ‘স্বাধীনতার স্বপ্ন পূরণে এই মুহূর্তে জাতীয় ঐক্য গড়ে তুলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ অপরিহার্য। তা না হলে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে প্রতিহিংসার রাজনীতি আরও বাড়তে পারে।’
উদ্বোধনী প্রতিযোগিতার বিষয় ছিল ‘বাংলাদেশ স্বাধীনতার স্বপ্ন পূরণে সঠিকভাবে এগিয়ে যাচ্ছে’। প্রতিযোগিতায় আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ-কে পরাজিত করে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ পাবলিক কলেজ-এর বিতার্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি ও সার্টিফিকেট প্রদান করা হয়।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, সাংবাদিক ড. শাকিলা জেসমিন, ড. মোহাম্মদ শাহ আলম চৌধুরী ও সাংবাদিক পার্থ সনজয় ।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পৃষ্ঠপোষকতায় এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
স্বাধীনতা দিবস বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিজয়ী দলের বিতার্কিকদের ট্রফি প্রদান করছেন আ.ক.ম. মোজাম্মেল হক ও হাসান আহমেদ চৌধুরী কিরণ।
এপি/