হাদিসুরের মরদেহ আনতে কাজ করছে ৩ মিশন
‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ দ্রুত দেশে আনার জন্য তিনটি মিশন একত্রে কাজ করছে।
ইউক্রেনে আটকা পড়া ২৮ নাবিক ফেরত আসার পর বুধবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি (পূর্ব-ইউরোপ) সিকদার বদিউজ্জামান এ কথা বলেন।
তিনি বলেন, যত দ্রুত সম্ভব আমরা হাদিসুর রহমানের মরদেহ দেশে ফেরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। এ বিষয়টি নিয়ে আমরা যথেষ্ট আন্তরিক। হাদিসুরের মরদেহ দ্রুত দেশে আনার জন্য ৩টি মিশন একত্রে কাজ করছে। সেইসঙ্গে বিভিন্ন বেসরকারি সংস্থাও কাজ করছে।
বদিউজ্জামান বলেন, মরদেহ দেশে আনার পর তার পরিবারকে ক্ষতিপূরণ এবং বিভিন্নভাবে সহযোগিতা করা হবে।
হাদিসুরের মরদেহ কতদিনের মধ্যে নিয়ে আসা সম্ভব হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সঠিক সময় বলা যাচ্ছে না। এখন ইউক্রেনে যুদ্ধ চলছে। সেখানে কেউ প্রবেশ করতে পারছেন না। তবে তার মরদেহ দেশে আনা হবে।
হাদিসুরের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে জানতে চাইলে শিকদার বদিউজ্জামান বলেন, প্রথমে আমরা তার মরদেহ দেশে ফেরানোর ব্যাপারে কাজ করছি, সেটা সম্পন্ন হোক। তারপর ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য যা করণীয়, তা আমরা করব।
তিনি বলেন, এ বিষয়ে আমাদের নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি।
প্রসঙ্গত, নৌপরিবহন মন্ত্রণালয় প্রকাশিত তালিকা অনুযায়ী দেশে ফেরা ২৮ নাবিক হলেন- জি এম নুর ই আলম, মো. মনসুরুল ইসলাম খান, সেলিম মিয়া, রামকৃষ্ণ বিশ্বাস, মো. রোকনুজ্জামান রাজীব, ফারিয়াতুল জান্নাত তুলি, ফয়সাল আহমেদ সেতু, মো. ওমর ফারুক, সৈয়দ আশিফুল ইসলাম, রাজীবুল আউয়াল, সালমান সরওয়ার সামি, ফারজানা ইসলাম মৌ, মো. শেখ সাদী, মো. মাসুদুর রহমান, মো. জামাল হোসাইন, মোহাম্মদ হানিফ, মো. আমিনুর ইসলাম, মো. মোহিন উদ্দিন, হোসাইন মোহাম্মদ রাকিব, সাজ্জাদ ইবনে আলম, নাজমুল উদ্দিন, মো. নজরুল ইসলাম, সারওয়ার হোসাইন, মো. মাসুম বিল্লাহ, মোহাম্মদ হোসাইন, মো. আতিকুর রহমান, মো. শফিকুর রহমান ও মোহাম্মদ সাইফ উদ্দিন।
কেএম/আরএ/