চলতি বছরেই আমার দেশ পত্রিকা চালু করা হবে: মাহমুদুর রহমান
গণমাধ্যমের সামনে কথা বলছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ছবি: সংগৃহীত
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, আজ থেকে ১১ বছর আগে ফ্যাসিস্ট হাসিনা সরকার আমার দেশ পত্রিকার প্রত্যেকটা মেশিন খুলে নিয়ে গিয়েছিল। আমি জানি না এই প্রেস আমি কীভাবে চালু করব, কীভাবে টাকা আসবে। তবে চেষ্টা করব এ বছরের মধ্যেই পত্রিকাটি চালু করার।
মঙ্গলবার (১৫ অক্টোবর) তেজগাঁওয়ে আমার দেশ পত্রিকার বন্ধ থাকা ছাপাখানা খোলা শেষে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান বলেন, ছাপাখানার সবকিছু লুটপাট করায় ঠিক করতে সময় লাগবে। তবে অন্য ছাপা খানা থেকে পত্রিকাটি প্রকাশ করা হবে।
তিনি বলেন, আমার দেশ পত্রিকার ছাপাখানার বর্তমান অবস্থা দেখলেই বোঝা যায় বিগত সরকারের মিডিয়ার প্রতি কতটা ক্ষোভ ছিল। এখন একটাই চাওয়া, দেশে যেন আর কোনো দানব হাসিনার মতো কেউ না আসে।
শেখ হাসিনা নতজানু মিডিয়া ছাড়া সকল মিডিয়ার ওপর নির্যাতন চালিয়েছে অভিযোগ করে মাহমুদুর রহমান বলেন, ড. ইউনূসের নতুন যুগের বাংলাদেশে গণমাধ্যমকে ঐক্যবদ্ধভাবে দালালি পরিহার করতে হবে।
এর আগে মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার ছাপাখানায় এসে তার কর্মীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। তারপর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ছাপাখানার তালা ভাঙা হয়।