সাংবাদিক তোফাজ্জলের ছেলেকে গ্রেপ্তারে বিএফইউজে ও ডিইউজে'র নিন্দা
ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে'র সিনিয়র সদস্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরেইউ) সাবেক যুগ্মসম্পাদক ও দৈনিক খোলা কাগজের বিশেষ প্রতিনিধি মো. তোফাজ্জল হোসেনের ছেলে আহসান হাবিব নাহিদকে (২৩) গত ২৯ ডিসেম্বর ডিআরইউ নির্বাচনের আগের দিন রহস্যজনক কারণে কোন মামলা এবং পরোয়ানা ছাড়াই বাসার সামনে থেকে তুলে নিয়ে যায় র্যাব-৮ সদস্যরা । এ ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে বিএফইউজে ও ডিইউজে।
সোমবার (৬ ডিসেম্বর) বিএফইউজে'র সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন এবং ডিইউজে'র সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন।
নেতৃবৃন্দ বলেন, ২০২০ সালের ১৫ জুন মাদারীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো রহস্যজনক। কারণ তার বাবা সাংবাদিক মো. তোফাজ্জল হোসেন জানিয়েছেন, পেশাগত কারণে তাকে এবং তার পরিবারকে হেনস্তা করতে ছেলেকে গ্রেপ্তার করানো হয়েছে। মামলাটি মাদারীপুরে হলেও তার ছেলে সেখানে কখনো যাননি।
নাহিদ বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজি (বিইউবিটি) থেকে সদ্য স্নাতক শেষ করেছেন উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, তাদের গ্রামের বাড়ি গাইবান্ধা। গত ২৯ নভেম্বর ঢাকার আদাবরের বাসার সামনে থেকে তিনি নিখোঁজ হন। ওইদিন আহসান হাবিব নাহিদের পরিবার মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ২৪১৪। আর গত ৩০ নভেম্বর তার পরিবার জানতে পারেন র্যাব-৮ তাকে গ্রেপ্তার করে মাদারীপুর কারাগারে পাঠিয়েছে।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অবিলম্বে তার মুক্তির দাবি জানান নেতৃবৃন্দ। অন্যথায় সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচির ঘোষনা দেন তারা।