গান বাংলা টিভিতে ভাঙচুর, যা বললেন তাপস
গান বাংলা টিভিতে ভাঙচুর। ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে চলছে অস্থির অবস্থা। এমন পরিস্থিতিতে দেশের একমাত্র বেসরকারি সংগীত ভিত্তিক টেলিভিশন চ্যানেল গান বাংলায় ভাঙচুর চালানো হয়েছে।
রোববার (৫ আগস্ট) বিকেলে এই ভাঙচুরের ঘটনা ঘটে।
গান বাংলার ব্যবস্থাপনা পরিচালক ও সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস ফেসবুকে লিখেছেন, জীবনযুদ্ধে আমি এক লড়াকু সৈনিক। আমার মৃত্যু হয় রোজ। তবুও জন্ম নেই দৈনিক। আমি তাপস।
তিনি আরও লেখেন, বাংলাদেশের একমাত্র সংগীত বিষয়ক টেলিভিশন চ্যানেল গানবাংলা হত্যা করে যারা লাল-সবুজ পতাকা উত্তোলন করলেন তাদের প্রতি একটাই প্রশ্ন, কেন?
জানা গেছে, ১০ তলা ভবনের বেশিরভাগ ফ্লোরে চ্যানেলটির স্টুডিও সেটআপ, শুটিং ফ্লোর, সাউন্ড সিস্টেম, এডিটিং প্যানেল, সম্প্রচার যন্ত্র ছিল। পুড়িয়ে দেওয়া হয়েছে ভবনটির বাইরে থাকা কয়েকটি মোটরসাইকেল ও গাড়ি। সব মিলিয়ে কয়েক কোটি টাকা মূল্যের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে চ্যানেলটি।