‘অপসাংবাদিকতা বেশিদিন টিকে থাকে না’
বস্তুনিষ্ঠতার মাধ্যমেই গণমাধ্যম টিকে থাকে উল্লেখ করে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, অপসাংবাদিকতা বেশিদিন টিকে থাকে না।
মঙ্গলবার (১৮ এপ্রিল) রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) এর সভাপতি হামিদ-উজ জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
ড. শামসুল আলম বলেন, কারও দর্শন নিয়ে কোনো গণমাধ্যম মাঠে নামলে তা বেশিদিন টিতে থাকে না, থাকবে না। তারা অস্তিত্ব হারিয়ে ফেলবে। এক প্রশ্নের জবাবে এই অর্থনীতিবিদ বলেন, অর্থনীতি চাপে থাকলেও সব কিছু সুন্দরভাবে হচ্ছে।
অনুষ্ঠানে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা সচিব ড. শাহনাজ আরেফিন বলেন, পরিসংখ্যান বিভাগ সব সময় সব তথ্য দিয়ে থাকে। এই তথ্য পুরোটাই ডিজিটালাইজ সিস্টেমে কাজ করছে। কেউ মাঠের কাজ দেখতে চাইলেও তার ব্যবস্থা করা হবে। তথ্য উপাত্ত নিয়ে সমালোচনা করলে তা গঠনমূলক হলে গ্রহণ করা হবে। কারণ দেশের উন্নয়নেই কাজ করা হচ্ছে।
কৃষি, পানি ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) এ কে এম ফজলুল হক বলেন, কেউ নেগেটিভ নিউজ করলেও তা কাজে লাগে। তা থেকে শিক্ষা নেওয়া হয়। এরকম কোনো নিউজের কারণে প্রকল্প সংশোধনও করা হয়েছে। এর ফলে অর্থের অপচয় রোধ করা সম্ভব হয়েছে। সততা থাকলে দেশের উপকার হয়।
এ ছাড়া সভায় ভৌত সদস্য (সচিব) ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, শিল্প ও শক্তি বিভাগ সচিব আব্দুল বাকীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জেডএ/এসজি