নারায়ণগঞ্জ প্রেস ক্লাব নির্বাচনে দিপু-জীবন পরিষদ জয়ী
মামলা-মোকদ্দমা ও আইনি নিষ্পত্তির পর নানা প্রতিবন্ধিকতা পেরিয়ে অবশেষে অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী প্রেস ক্লাবের নির্বাচন। পেয়েছে নতুন নেতৃত্ব।
সভাপতি নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ দৈনিক শীতলক্ষা পত্রিকার সম্পাদক আরিফ আলম দিপু। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক নিউ এইজ পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম জীবন।
এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৩০ ডিসেম্বর। কিন্তু মামলার কারণে আর অনুষ্ঠিত হতে পারেনি। মামলা নিষ্পত্তি হওয়ার পর শুক্রবার (১৪ এপ্রিল) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় নির্বাচন। কার্যনির্বাহী পরিষদের ১১টি পদের নির্বাচনে দুইটি প্যানেল অংশ গ্রহণ করে। একটি ছিল আরিফ আলম দিপু-রফিকুল ইসলাম জীবন পরিষদ। অপর প্যানেল ছিল খন্দকার শাহ আলম- রফিকুল ইসলাম রফিক পরিষদ। দিপু-জীবন প্যানেল প্রতিটি পদে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়।
প্রধান নির্বাচন কমিশনার ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। নির্বাচন কমিশনার ছিলেন-এফবিসিসিআই’র পরিচালক প্রবীর কুমার সাহা ও আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬৯ জন। ভোট প্রদান করেন ৬৬ জন।
সভাপতি আরিফ আলম দিপু পেয়েছেন ৪৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী খন্দকার শাহ আলম পেয়েছেন ১৯ ভোট। সহ-সভাপতি পদে বিল্লাল হোসেন রবিন ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মাসুমুজ্জামানের প্রাপ্ত ভোট ছিল ২০। সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন নির্বাচিত হয়েছেন ৫০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলম রফিকের ভোট ছিল ১৩টি। যুগ্ম সাধারণ সম্পাদক আহসান সাদিক পেয়েছেন ৪৬ ভোট, তার প্রতিদ্বন্দ্বী হাসান আরিফ পেয়েছেন ১৭ ভোট। কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল পেয়েছেন ৪৭ ভোট, তার প্রতিদ্বন্দ্বী ইউছুফ আলী এটম পেয়েছেন ১৬ ভোট। ক্রীড়া ও সাংষ্কৃতিক সম্পাদক লুৎফর রহমান কাকন পেয়েছেন ৪৯ ভোট, তার প্রতিদ্বন্দ্বী দীপক ভৌমিক পেয়েছেন ১৪ ভোট। কার্যকরী সদস্য পদে আবু আল-আমিন খান মিঠু ৪৭ ভোট,
আবু সাউদ মাসুদ ৪৪ ভোট, আফজাল হোসেন পন্টি ৪৪ ভোট, একে এম মাহফুজুর রহমান ৪১ ভোট, ও আব্দুস সালাম ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদেআমির হোসেন স্মীথ ২৫ ভোট, হালিম আজাদ ২৩ ভোট, মাহবুবুর রহমান মাসু ২১ ভোট, পুলুক হাসান ১৬ ভোট, আসিফুজ্জামান ১৪ ভোট, পেয়ে নির্বাচিত হতে পারেননি।
এমপি/এমএমএ/