কাশিমপুর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে শামসুজ্জামান
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে ফের কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (১ এপ্রিল) সকাল সোয়া ১০টার পর কাশিমপুর কারাগারের গাড়িতে করে তাকে সেখানে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এর সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ।
এর আগে শুক্রবার দুপুর দেড়টার দিকে শামসকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এ স্থানান্তর করা হয়। দুপুরে তাকে বহনকারী প্রিজন ভ্যানটি কাশিমপুর কারাগারে পৌঁছায়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এর সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ বলেন, গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সাংবাদিক শামসুজ্জামানকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়। রাতে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এ ছিলেন। সেখান থেকে শনিবার সকাল সোয়া ১০টায় তাকে কেরাণীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
জেল সুপার আরও বলেন, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে কাশিমপুর কারাগার থেকে আবার ওই কারাগারে পাঠানো হয়েছে।
কেএম/এসএন