স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি ডিআরইউ’র শ্রদ্ধা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলেক্ষ মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
রবিবার (২৬ মার্চ) সকালে সংগঠনের সভাপতি মুরসালিন নোমানীর নেতৃত্বে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ডিআরইউ নেতারা ও সদস্যরা বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এ সময় ডিআরইউ’র সহ-সভাপতি দীপু সারোয়ার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান সুমন, ডিআরইউর সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল হক ভূইয়া উপস্থিত ছিলেন।
এ ছাড়া, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক রুদ্র মিজান, ডিআরইউ’র স্থায়ী সদস্য ইসমাইল হোসেন ইমু প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএইচ/এমএমএ/